আমাদের কথা খুঁজে নিন

   

এবিসি রেডিও এফএম ৮৯.২

পাঁচ দিনের ‘ঈদ উৎসব’

উৎসবের সকাল [০৬.০০-০৯.০০]: ঈদের দিন থেকে পাঁচ দিন পর্যন্ত প্রতিদিন উৎসব আমেজে কথাবন্ধুর ভোরের শো।
মিউজিক শেইক [০৯.০০-১২.০০]: ঈদের দিন বিশ্বখ্যাত হিট সিলেকশন ঘিরে ‘রিদম অব সোল’, দ্বিতীয় দিন পড়শীর হিট গান নিয়ে নেইবারস টিউন, দুনিয়া পাগল করা রকিং সব নম্বর নিয়ে ‘রক বটম’ ঈদের তৃতীয় দিন, বিখ্যাত শিল্পীদের নিয়ে ‘ভয়েস অব লিজেন্ডস’ ঈদের চতুর্থ দিন আর লং প্লেতে ভর করে অতীত ভ্রমণ ‘টার্ন টেবিল’ ঈদের পঞ্চম দিনে।
সেভেন আপ রুপালি আনন্দ [১২.০০-১৫.০০]: দুপুর ১২টার খবরের পর থেকে বেলা তিনটা পর্যন্ত পাঁচ দিনই ‘জি হ্যাঁ’খ্যাত মাজহারুল ইসলাম ও কথাবন্ধু কিবরিয়ার গালগল্পে জমবে ‘রূপালী আনন্দ’। ঈদে মুক্তি পাওয়া বাংলা চলচ্চিত্র নিয়ে ঈদের দিনে বিশেষ আয়োজন ‘শুভমুক্তি’ শুনবেন মাজহারুল ইসলামের সঙ্গে। পুনঃপ্রচার শুনবেন ঈদের তৃতীয় দিন।

ঈদের দ্বিতীয় দিন থাকছে রুনা লায়লা স্পেশাল মাজহারুল ইসলামের সঙ্গে। ঈদের পঞ্চম দিন থাকছে কথাবন্ধু শারমীনের জমজমাট আয়োজন ‘মাধুরী দীক্ষিত স্পেশাল’। এ ছাড়া বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক অনন্ত জলিলকে নিয়ে আয়োজন ‘দ্য ককটেল অব অনন্ত’ থাকছে ঈদের চতুর্থ দিন।
গ্রামীণফোন উৎসবের আওয়াজে [১৫.০০-১৮.০০]: ‘উৎসবের আওয়াজে’ চলবে প্রতিদিন বেলা তিনটার খবরের পর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ঈদের পাঁচ দিন থাকবে তারকাদের সঙ্গে গল্প-আড্ডার বিশেষ আয়োজন।

রাহুল আনন্দ ও স্বাগতা থাকবে ঈদের দিন। পরের চার দিন শুনবেন পরিচিত তারকামুখদের নিয়ে ঈদ উৎসব। এই আয়োজনে ঈদের পরদিন শুনবেন নির্ঝর ও হূদয় খানকে ও ঈদের তৃতীয় দিন টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ আফজাল হোসেন ও সাবেরী আলমকে। চতুর্থ দিন শুনবেন শিমুল ও নাদিয়া দম্পতিকে এবং ঈদের পঞ্চম দিন ‘উৎসবের আওয়াজে’ শুনবেন ছোট পর্দা সংগীতজগতের তারকা শশী ও পারভেজকে।
গ্রামীণফোন এবিসি স্টুডিও লাইভ [২১.১০-২৩.০০]: ঈদের দিন থেকে প্রতিদিন রাত নয়টার খবরের পর থেকে রাত ১১টা পর্যন্ত থাকবে ‘এবিসি স্টুডিও লাইভ’।

ঈদের আয়োজন আরও জমজমাট করতে সাজানো হয়েছে স্টুডিও লাইভ। ঈদের দিন শুনবেন জনপ্রিয় ব্যান্ড ‘আর্ক’কে আর ঈদের তৃতীয় দিন ‘সোলস’কে। ঈদের দ্বিতীয় দিন রাতে থাকছে পড়শী। আর চতুর্থ দিন বাজাবে ফিডব্যাক আর পঞ্চম দিন শুনবেন বাউল শাহজাহান মুন্সীকে।
উৎসবের রাত [২৩:২০-০২:০০] পাঁচ দিনের উৎসবের রাতে থাকছে—ঈদের দিন কথাবন্ধু কিবরিয়ার সঙ্গে জীবনের গল্প নিয়ে বাউল পাগলা বাবুলকে ‘হ্যালো ৮৯২০’তে এবং দ্বিতীয় দিন শুনবেন রহস্যের জালে আবৃত ‘কুয়াশা’ কথাবন্ধু শারমীনের সঙ্গে।

ঈদের তৃতীয় দিন হূদয়ঘটিত সমস্যার সমাধান দিতে থাকছে ‘হূদয় নার্সিং হোম’ ও প্রতি সপ্তাহে নতুন করে প্রেমে পড়ে এবং আবার মন ভেঙে যায় এ রকমই চরিত্র বিশ্বপ্রেমিক বিপি আর কথাবন্ধু শারমীনের ‘প্রেমরোগ’ শুনবেন ঈদের চতুর্থ দিন। আর না জানা অনেক সত্যের প্রকাশ নিয়ে ‘যাহা বলিব সত্য বলিব’ শুনবেন কথাবন্ধু কিবরিয়ার সঙ্গে ঈদের পঞ্চম দিন। এই সবকিছুর সঙ্গে আরও থাকছে বিশেষ কিছু চমক!
ঈদের ছুটিতেও সজাগ থাকছে এবিসি রেডিওর বার্তা কক্ষ। সর্বশেষ সব সংবাদ পাবেন সকাল আটটা থেকে রাত ১২টা পর্যন্ত ‘এবিসি খবর’-এ।

 



সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.