- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
হৃদয়খানি বয়ে বেড়াই
হৃদয়ের মাঝে
হৃদয়ঙ্গম।।
যেখানেই যাই- যাও তুমিও
যা-ই করি, এই শুধু আমি- তোমারই
ভবিতব্যে নেই কোন ভয়- তুমি-ই তো
কোনো ভুবনে নেই চাওয়া- শুধু তুমি জগৎময়।
এই তো হৃদয়াতলে লুকিয়ে থাকা সেই অজানা কথা;
এই তো শিকড়ের শিকড়, অঙ্কুরের অঙ্কুর,
আর আকাশের আকাশ এক বৃক্ষেরঃ
জীবন যার নাম- যার বৃদ্ধি সেই উচ্চতায়
আত্মার আকাঙ্ক্ষা কিংবা মনের লুকোচুরির সীমানা ছাড়িয়ে।
এ যে সেই বিস্ময় যা রেখেছে নক্ষত্রদের বিচ্ছিন্ন!
হৃদয়খানি বয়ে বেড়াই
হৃদয়পটে-
হৃদ্গম।।
-------------------------------------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।