আমাদের কথা খুঁজে নিন

   

ট্যাক্সি ড্রাইভার , নজরুল ভাই



গত বছর আমার এক বন্ধু বাংলাদেশে বেড়াতে এসেছিল । এয়ারপোর্ট থেকে ট্যাক্সিতে করে ফিরছিলাম , ট্যাক্সি ড্রাইভারের কথা বার্তা বেশ পছন্দ হলো। সেই ট্যাক্সি ড্রাইভার কেই ঠিক করলাম আগামী যে কয়দিন বন্ধুটি ঢাকায় থাকবে , ওর গাড়িতে করেই ঘুরবে । মোবাইলে বদৌলতে তখন ট্যাক্সি ড্রাইভারের সাথে যোগাযোগ খুব সহজ ছিল । ডাকলেই হাজির।

বন্ধু চলে গিয়েছিল 7 দিন পরে । এরপরেও দুই একবার আমার ট্যাক্সি দরকার পরেছিল । একটা কল , ব্যাস ট্যাক্সি হাজির । প্রায় বছর পেরিয়ে গেছে । বিভিন্ন সময়ে বহুবার চেষ্টা করেও আর সেই ড্রাইভারকে ফোন করে পাইনি ।

মোবাইল নম্বর ছাড়া আর কোন উপায় ছিল না যোগাযোগের। গত 2 ডিসেম্বর আমার স্কুলে এলো সেই ড্রাইভার । জানলাম যে , উনার মোবাইল হারিয়ে যাওয়ায় আমার সাথে উনি আর যোগাযোগ করতে পারেনি । একদিন উনি আমাকে আমার স্কুলের সামনে নামিয়ে দিয়েছিলেন , সেই কথাটা মনে পড়ায় আজকে উনি স্কুল খুঁজে বের করলেন , যদি আমাকে এখানে পাওয়া যায় সেই আশায় । খুব ভালো লাগলো ।

এবার সব ঠিকানা রাখলাম যেন প্রয়োজনে পাওয়া যায় । ওই ট্যাক্সিতেই অফিসে গেলাম স্কুল শেষে । পরদিন আমার জন্মদিন । সন্ধ্যায় উনি ফোন করলেন " আফা আপনে কই ?" বললাম আমি " আনন্দ " রেস্টুরেন্টে , থাকবো প্রায় রাত 9/10 পর্যন্ত। আমাদের খাওয়া পর্ব চলছিল , এমন সময় আবার ফোন " আফা , আমি রেস্টুরেন্টের বাইরে , আফনের খাওয়া শেষ হইলে বাসায় পৌঁছাইয়া দিমু " আমি বাইরে এসে দেখি উনি আমার জন্য খুব সুন্দর একটা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে ।

আমি ভিষণ অবাক ! গতকালকে অফিসে যাবার সময় আমি ট্যাঙ্েিত বসে ফোনে কাকে যেন ইনভাইট করছিলাম , তখন উনি শুনেছিলেন। ভেতরে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম । উনিও আমাদের সাথে খেলেন। খাওয়া শেষে বাড়ি ফিরলাম সেই ট্যাক্সিতে । নজরুল ভাই , ট্যাক্সি ড্রাইভার ।

উনার সেই ফুলের তোড়াখানি আমার জন্মদিনের সেরা উপহার ছিল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.