রোববার শান্তিনগর ও কাকরাইলে যানজট পরিস্থিতি পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “নববর্ষের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে মোট ৫০০টি ট্যাক্সিক্যাব নামানো হবে। ”
এর মধ্যে ২৫০টি আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং ২৫০টি একটি প্রাইভেট কোম্পানির মাধ্যমে আনা হচ্ছে।
এক সময় ঢাকার রাস্তায় ১২ হাজার ট্যাক্সি ক্যাব চলাচল করলেও এর সংখ্যা কমে চার ভাগের এক ভাগ, অর্থাৎ তিন হাজারে ঠেকেছে।
ফাইল ছবি
ট্যাক্সি ক্যাবের সংখ্যা কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মূল ভাড়ার দ্বিগুণ টাকা গুণে তাদের গন্তব্যে যেতে হচ্ছে।
গত জুলাই মাসে রাজধানী ও চট্টগ্রামের জন্য তমা গ্রুপ ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টকে ট্যাক্সি ক্যাব আমদানি ও পরিচালনার অনুমতি দেয় সরকার।
শান্তিনগর ও কাকরাইলে সড়কের পাশে অবস্থিত অবৈধ স্থাপনা ও আবর্জনা অপসারণসহ অবৈধ গাড়ি পার্কিং বন্ধে কর্তৃপক্ষকে নির্দেশ দেন ওবায়দুল কাদের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।