"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
ফিরে এসো অনিন্দিতা-
আর কত! অনেকতো হলো!
সময়ের বালুচরে চাঁদের ছায়া দেখে
জোছনায় ক্লান্ত পথচলা একদিন শেষতো
হবেই। তুমি আমি নির্ভিক অভিযাত্রী হয়ে একদিন
ঠিক পৌঁছে যাব সূতিভোলা নাহয় ডিমের চরে। কিংবা
কীর্তনখোলায় রাত কাটাবো দুজন শুন্য লোকালয়ে।
ফিরে এসো অনিন্দিতা- এবার আর স্বপ্ন নয়,
চলো ফিরে যাই স্মৃতির সেই শহরে, চলো
ভালবাসার সূর্য উৎসবে মেতে উঠি।
পহেলা বৈশাখে রমনার বটমূলে,
কিংবা বই মেলায়, ঠোঙ্গায়
ঝালমুড়ি, অথবা মিরচিনি
মুরালী, মাটির সানকিতে পান্তা
ইলিশ, শুঁটকি ভর্তা আর সাজানো
কাঁচামরিচ-পেঁয়াজের উদগ্র রসনা বিলাসে-
আমাদের দীর্ঘ পথযাত্রার সকল কান্তি দূর হয়ে যাক।
ফিরে এসো অনিন্দিতা- একবার ফিরে তাকাও।
দেখ সবকিছু কেমন পাল্টে গ্যাছে। আমি সেই
আগের দুরন্ত যুবক নেই। এখন ইচ্ছে হলেও
পারবোনা সেই আগের মত অবাধ্য হতে।
চোখের দৃষ্টি ক্ষীণ হয়েছে বটে, তবে
তোমার সাথে পথচলায় হোঁচট
খাবো না আর কখনও।
(কবিতা নয় ভাবনার অনুলেখন)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।