আমার ব্যক্তিগত ব্লগ
ভাবছেন না জানি রোজ কত কি কেনাকাটা হয়। নাহ, মোটেও তা না। ব্যাপারটা একটু খোলাসা করে বলি। আমি একদামের দোকান পছন্দ করি। দাম বেশি বলে না, দামাদামি করতে হয় না বলে।
দামাদামির এই কাজে এখনও কনফিডেন্ট হই নি। ঠকে গেলে মন খারাপ হয়।
অফিসের সবচেয়ে কাছের দোকান হলো আগোরা। তাই কেনা কাটার দরকার হলে সবার আগে ওখানে যাই। গেলেই মোটা মুটি পুরোটা একটা চককর দেয়ার চেষ্টা করি, যাতে কোন কিছু বাদ পড়লেও দেখে মনে হয়।
কিন্তু তাতেও কাজ হচ্ছে না। 2দিন আগে বিস্কুট কিনতে গেলাম, শেষ হয়ে গিয়েছিল। কালকে গেলাম ডিম কিনতে। আজ মনে হচ্ছে ফ্রুটস তো শেষ হয়ে গেছে, এখন আজ কি ফল কিনতে যাব? রোজ রোজ একটা একটা করে জিনিস কিনতে যাব? এটাও তো ভাল লাগছে না। লিস্ট করে রাখতে হবে।
সমস্যা হলো লিস্ট দেখতেও তো মনে থাকে ন....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।