ট্রেন্ড সেটআপে তাই চেক শার্টে রিভ কলার (পোলো শার্টে ব্যবহৃত কলার) এর বিশেষ প্যাটার্ন ডিজাইন আনা হয়েছে।
পাশাপাশি যারা ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে থ্রি কোয়ার্টার শর্টস। এছাড়াও আছে ফরমাল ও ক্যাজুয়াল পোশাক।
জেন্টল পার্ক ২০০৬ সালের ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের আগ্রাবাদে যাত্রা শুরু করে। ২০০৮ সালে তারা ঢাকার এলিফ্যান্ট রোডে প্রথম শাখা চালু করেন।
জেন্টল পার্কের ডিজাইনার ও কর্ণধার শাহদাৎ হোসেন চৌধুরী বাবু বলেন, “আমাদের পোশাকের বৈশিষ্ট্য হল— প্রতিটি পোশাকের একটিই ডিজাইন করা হয়। সেই সঙ্গে মানের দিক থেকেও যে কোনো দেশীয় ফ্যাশন হাউজের চেয়ে অনেক উন্নত। ”
রাজধানীতে জেন্টল পার্কের রয়েছে ৭টি শাখা। এর মধ্যে এলিফ্যান্ট রোডে রয়েছে ২টি। বসুন্ধরা সিটি, রাপা প্লাজা, টুইন টাওয়ার, সীমান্ত স্কয়ার আর মিরপুরে রয়েছে ১টি করে বিক্রয়কেন্দ্র।
চট্টগ্রামে রয়েছে ৬টি শাখা। এছাড়া সিলেটের জিন্দাবাজার আর বগুড়া শহরের জলেশ্বরীতলায় রয়েছে একটি করে শাখা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।