আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচন, নির্বাচন কমিশন ও নির্বাচনী প্রক্রিয়া

নিজের মাটিকে ভালোবাসুন

[গাঢ়]নির্বাচন ভাবনা-1[/গাঢ়] সচেতন নাগরিকরা সাধারণতঃ নির্বাচন সম্পর্কে কমবেশী জানেন। ভোটের সময় ভোট দেন। কিন্তু কিভাবে নির্বাচন সম্পন্ন হয় বা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় তা জানেন কি? জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচন) যেমন: জাতীয় সংসদ, সিটি কর্পোরেশন, পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ইত্যাদি কিভাবে সম্পন্ন হয়? নির্বাচন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় এ বিষয়টি হয়ত সবাই জানেন না। কিন্তু আমি মনে করি একজন সচেতন নাগরিকের কিভাবে নির্বাচন সম্পন্ন হয় বা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় তা জানা থাকা আবশ্যক। আমার জানামতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় নিম্নরূপ: 1. ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রদান করেন।

2. ভোটদান শেষে ভোটকেন্দ্রে রক্ষিত ব্যালট বাক্সে প্রদত্ত ব্যালটগুলো একে একে উপস্থিত রাজনৈতিক দলের এজেন্ট, সাংবাদিক, পর্যবেক্ষক (স্থানীয় ও আন্তর্জাতিক) ইত্যাদি ব্যক্তিবর্গের সম্মুখে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারা (প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার বৃন্দ যারা সংশ্লিষ্ট উপজেলা/থানার বিভিন্ন পর্যায়ের স্কুল, কলেজ বা সরকারী বিভিন্ন পর্যায়ের শিক্ষক বা কর্মকর্তাবৃন্দ)সবার সামনে খুলেন এবং গণনা করেন। 3. গণনার পর প্রাপ্ত ফলাফল নির্বাচনী কর্মকর্তা উপস্থিত রাজনৈতিক দলের এজেন্ট ও অন্যান্য প্রতিনিধিদের একটি করে কপি দেন এবং একটি কপি মূখ্য নির্বাচন কর্মকর্তা (উপজেলা নির্বাহী অফিসার যিনি নির্বাচনের সময় সহকারী রিটার্ণিং অফিসারের দায়িত্বে থাকেন)-র অফিস বরাবরে প্রেরণ করেন। 4. সহকারী রিটার্নিং অফিসার (উপজেলা নির্বাহী অফিসার বা UNO) উক্ত ফলাফল সমূহ অন্যান্য উপজেলা/থানা থেকে প্রাপ্ত একত্রীকরণ করেন (অর্থাৎ অধীন নির্বাচনী আসনসমূহের), পাশাপাশি এর একটি কপিও সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধির কাছে দেন এবং সে ফলাফলটি জেলা প্রশাসক (নির্বাচনের সময় যিনি রিটার্ণিং অফিসারের দায়িত্বে থাকেন)-এর নিকট প্রেরণ করেন। 7. জেলা প্রশাসক তার এলাকার নির্বাচনী আসনের ফলাফলসমূহ একত্রীকরণ শেষে এর কপি রাজনৈতিক দলের প্রার্থী ও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করেন (ফ্যাক্সযোগে)। 8. জেলা প্রশাসকদের কাছ থেকে প্রাপ্ত ফলাফলসমূহ নির্বাচন কমিশন তার নির্বাচনী কন্ট্রোল রুমে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, মিডিয়ার প্রতিনিধি এবং অন্যান্য প্রতিনিধির সামনে ঘোষণা করেন।

তাহলে বুঝা যাচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা শুধুমাত্র ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া। এ ফলাফলসমূহের বিভিন্ন statistical প্রতিবেদন সময়ে সময়ে প্রকাশ করে থাকে নির্বাচন কমিশন। তাহলে সচেতন পাঠক একটু চিন্তা করুন আমাদের দেশের রাজনৈতিক দলসমূহ গত কয়েকটি বছর যাবৎ নির্বাচন কমিশনের (সিইসি ও ইসি) বিরুদ্ধে যে রক্তক্ষয়ী আন্দোলন করলেন বা এখনও করছেন তার কতটুকু যৌক্তিকতা রয়েছে বলে আপনাদের মনে হয়। মাঠ পর্যায়ে নির্বাচনের ফলাফল যেরূপ হয় তার পরিবর্তন করার ক্ষমতা নির্বাচন কমিশনের সাধ্য নেই। কেননা প্রতিটি কেন্দ্রের প্রাপ্ত ফলে একটি কপি প্রতিদ্্বন্দ্বী প্রার্থীর কাছে থাকে।

ইচ্ছে করলেই নির্বাচন কমিশনে বসে এ ফলাফল পরিবর্তন সম্ভব নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.