কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ
সিলেটে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির আয়োজনে শিশুদের জন্য একটি চলচ্চিত্র নির্মাণ কর্মশালা আয়োজনের পরিকল্পনা করছি। কর্মশালাটিতে চতুর্থ শ্রেণী থেকে নবম শ্রেনী পর্যন্ত পড়ুয়া শিশু-কিশোররা অংশগ্রহণ করতে পারবে। স্বল্পমেয়াদী এই কর্মশালাটি অক্টোবর মাসের মাঝামাঝি অথবা এর পরের সপ্তাহে হতে পারে। সিলেটে আমাদের তত্ত্বাবধানে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আয়োজন ছাড়া এটাই হবে শিশুদের জন্য প্রথম চলচ্চিত্র শিক্ষা বিষয়ক কর্মসূচি। মূলত এই কর্মশালা আয়োজনের মধ্য দিয়ে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি শিশুদের জন্য নিয়মিত চলচ্চিত্র শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বরাবরের মতই আপনাদের সকলের সব রকম সহযোগিতা পাব আশা করছি। চলচ্চিত্র-সংস্কৃতির প্রসারে শিশুদের জন্য ব্যাপকভিত্তিক চলচ্চিত্রশিক্ষা চর্চার প্রয়োজনীয়তা সর্বাধিক।।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।