আমাদের কথা খুঁজে নিন

   

তোমার স্বরূপ

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

তোমার স্বরূপ ভাবতেই ঝরে পড়ে পাঁপড়ি গোলাপ থেকে হৃদয়ের ফুলদানিটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়! থরে থরে সাজানো ফুলগুলোও নেতিয়ে পড়ে এ পড়ার টেবিলে সব গান থেমে যায়, কবিতা লেখার কলমটাও বিদ্রোহী হয়ে ওঠে। মালকোষের কল্লোলে কখনোবা হয়ে যাই যদি রাতজাগা পাখি হৃদয়ে বাজে না তবু 'পিয়া ঘর মে আয় এ' ঘুমের অবচেতনে কেটে যায় ভাইরো কিংবা ভৈরবীর সুযোগ্য সময়। যদিওবা ঘুম থেকে উঠে শুনি তোমারই আশাবরী রাগের বাহার তবুও তোমার স্বরূপ ভাবতেই হৃদয়ের অন্তঃবনে না ফোটাই থাকে শিমুল, পলাশ কিংবা মান্দারের কলি স্মৃতি ঝরাবার শব্দ শুনি শেতের সারাগামে ঝরাপাতায়। আজকাল তোমার স্বরূপ ভাবতেই কাজলা দীঘির কালোজলে কান্না ঝরে নয়নের ঠিক মাঝখান থেকে চাঁদের হাসিও আর বাঁধ ভাঙে না হৃদয়পটে সব সুর থেমে যায়, বুকের পিয়ানোটাও ঠিক বাজে না আগের মতো। তবু মাঝে মাঝে বন্ধুদের সাহচর্যে যাই- আড্ডায় মুখোর হয়ে যাই তুখোড় বুলিতে সব ভুলে যাই- সব ভুলে যাই একেবারে শিশুর মতোন। কথার ফুলঝুরিতে মুগ্ধ হই অনেকের শুধু কেন যে তোমাকে নিয়ে কেউ কিছু বললেই অথবা তোমার স্বরূপে কলংক কীর্তন শুনতেই গান হয়ে যায় ঠিক তেমনি আগের মতো তানপুরাটায় সুর ঝরিয়ে দেই যে শত শত; আর তখনই তোমার স্বরূপে হয়ে যাই ঐ বিশাল আকাশের মতো কিংবা একেবারে নিঃসঙ্গ ঐ ধ্রুবতারাটির মতো বিষণ্ণ রাতের কোলে। প্রকাশ: ১২.০৫.১৯৯০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.