[রং=#ঈঈ00ঋঋ] [আন্ডার] যেতে পারি.... কিন্তু যাইনি ..[/আন্ডার] [/রং]
অন্য আকাশ
যেতে পারি-
বারবার অকারণ কষ্ট দাও বলে, অভিমানে-
সোজা নেমে যেতে ক্ষয়িষ্ণু নীল-আঁধারের দিকে-
কিন্তু যাইনি,
প্রতিবার ফিরতে চেয়েছি এই এককণা- বিশুদ্ধ আলোর দিকেই-
শুধু তোমার 'হাত' টুকু ধরে-
বারবার মৃত্যু থেকে ফেরাতে চেয়েছি মুখ-
পল্লবিত জীবনের দিকে।
যে হাত ছুঁেয়- প্রতিদিন- এমন শুদ্ধ জন্ম -জীবনে আমার-
কিভাবে ফেরাতে চাও সেই হাত ?
কিভাবে পারলে নির্দ্বিধায়- সেই হাতে লিখে দিতে -
অবিশ্বাস্য কষ্টের যুক্তিবিহীন 'শেষলিপি'?
অতঃপর যেতে পারি,
তীব্র ঘৃণায় ডুবে - আক্রোশে-
বিকৃত- নির্দয় কিছুআঘাত স্পৃহার দিকেই- পুরোপুরি-
কিন্তু যাইনি,
প্রতিবার খারাপটুকু সরিয়ে- তিল তিল করে অাঁকড়ে ধরতে চেয়েছি
তোমার ভালোটুকু- এই বুকে
প্রতিবার 'ক্যাকটাস' বুকের গভীরে লুকিয়ে
তোমার জন্য পুনরায় পাঠিয়ে দিয়েছি 'গোলাপ'
জন্মদিনের সুবাসিত ভোরে.....!
'আঘাতে'-র বদলে এ ভীষণ 'আশীর্বাদ' দেখে দেখে-
পৃথিবী অবাক হয়েছে শুধু-
তুমি রয়ে গেছ সেই
অনড় চৈতন্যহীনতায় !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।