উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা
নতুন ডকুমেন্ট্রী.. খুবই আলোড়ন সৃষ্টি করেছে বলে জানা যায়, ১৯৯৭ ইং সালে পলুশান ফ্রি প্রদেশ করনের লক্ষে ক্যালিফোরনিয়াতে কতগুলো কঠিন আইনের উত্তরে জিএম তথা জেনালেল মটর্স ইভি -১ নামে ইলেক্ট্রিক কার সড়কে নামিয়েছিল
. বর্তমান যুগের পূর্ণাঙ্গ বা নিখুঁত কার হিসেবে এটিকে আখ্যায়িত করা হয়েছিল.. দরকার নেই মোবিলের, পেট্রোলের, ব্রেক এর.. সাইলেন্সার পাইপের...
এক চার্জে প্রথম জেনারেশনের কার গুলো ৫৫ থেকে ৭৫ মাইল যেতে পারত .. দ্বিতীয় জেনারেশনের কার গুলো ৭৫ থেকে ১৫০ মাইল যেতে পারতো া সর্বোচ্চ গতি ঘন্টায় ৮০ মাইল.. সাবসিডাইজ্ড দাম ছিল ু ৩৩,০০০ ৪৫,০০০ মার্কিন ডলার.. প্রতি মাস কিস্তি ৩০০ ডলার দিয়ে এই গাড়ি গুলো সাধারন জনগনের ব্যবহার করার জন্য উপায়ও করা হয়েছিল,
পুরো চার্জ হতে প্রায় আট ঘন্টা লাগত.. ৮০% ভাগ চার্জ হতে অবশ্য দু থেকে তিন ঘন্টা নিত..
কিন্তু কোন এক অদৃশ্য শক্তির ছোবলে জি এম পুরো প্রকল্পটিই বাতিল করে অসংখ্য ব্যবহারকরী ও অনুরাগীদের এরকম প্রায় রক্ষনাবেক্ষনহীন গাড়ীর মালিক হওয়ার আশা ধূলিস্যাত করে দিল ..
জানা যায় বা অনুমান করা হয় যুক্তরাষ্ট্রের তেল ব্যবসায় জড়িত ধনকুবেরা এই প্রকল্পের সহায়তার বিরুদ্ধে ছিলেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।