ন্যু ক্যাম্পে মেসি-নেইমার জুটি ম্যাচের ৭৫ মিনিটে বার্সেলোনাকে ২-০ গোলে এগিয়ে দেওয়ার পর গত শনিবার গভীর রাতে মনে হচ্ছিল ম্যাচটা বুঝি শেষ। সেভিয়ার কোনো সুযোগই নেই! কিন্তু পরবর্তী ১৫ মিনিটে দৃশ্যটা বদলে গেল। আইভান ও কোকের গোলে ম্যাচের ৯০ মিনিটে ২-২ সমতায় ফিরে আসে সেভিয়া! ড্র নিয়েই বাড়ি যেতে পারত তারা। তবে আদ্রিয়ানো-সানচেজের অতিরিক্ত মিনিটের প্রদর্শনীটা বার্সেলোনার জয়ের জামিন হয়ে গেল। ৩-২ গোলের জয় নিয়ে লা লিগায় অপরাজিতই রইল কাতালানরা।
বার্সেলোনার কষ্টকর জয়ের দিনে রিয়াল মাদ্রিদ অবশ্য পয়েন্ট হারাল। ১০০ মিলিয়ন ইউরোতে টটেনহ্যাম থেকে রিয়াল মাদ্রিদে আসা ওয়ালসের তারকা গেরেথ বেলে এবং ক্রিষ্টিয়ানো রোনালদোর গোলও ভিলারিয়ালের বিপক্ষে বাঁচাতে পারেনি লস ব্ল্যাঙ্কোসদের। রিয়াল মাদ্রিদ ২-২ গোলের ড্র নিয়ে ঘরে ফিরলেও অভিষেক ম্যাচে গোল করে কোচ আনসেলত্তিকে সন্তুষ্ট করেছেন বেলে।
এদিকে লা লিগায় জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদও। তারা গত শনিবার আলমেরিয়াকে ৪-২ গোলে হারিয়েছে।
ডেভিড ভিয়া, দিয়েগো কস্তা, থিয়াগো এবং রাউল গার্সিয়া গোল করেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষে।
নেইমারের প্রশংসায় আরও একবার পঞ্চমুখ হলেন কোচ জেরার্ডো মার্টিনো। আর্জেন্টাইন এই কোচ বলছেন, 'নেইমার সব দিক থেকেই চমৎকার খেলেছে। সে কঠোর পরিশ্রম করছে। ' মেসির গোলটা ছিল নেইমারের দান।
মেসি-নেইমার জুটি যে ইউরোপে আলো ছড়াবে তার প্রমাণ ইতোমধ্যেই দিতে শুরু করেছেন দুজন। গত শনিবারের ম্যাচটা অবশ্য মেসির চেয়ে নেইমারের আলোতেই উজ্জ্বল। স্বভাবসুলভ খেলাটা দেখাতে না পারলেও মেসি অবশ্য একটা গোল করেছেন। বাকি দুটি গোল করেছেন দানি আলভেস ও আলেঙ্সি সানচেজ। লা লিগায় ৬ গোল নিয়ে সবার উপরে মেসি।
বেলেকে কিনে কোনো ভুল করেনি, অন্তত প্রথম ম্যাচের পর এমন ধারণা করতে পারেন ভক্তরা। ভিলারিয়ালের মাঠে ম্যাচের ২১ মিনিটে ক্যানির গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। দলকে সমতায় ফেরান গেরেথ বেলে। ড্যানিয়েলের কাছ থেকে বল পেয়ে গেরেথ বেলে ডি বঙ্রে ভিতরেই মাত্র ছয় গজ দূর থেকে রিয়ালের জার্সিতে প্রথম গোল করেন। ৬৪ মিনিটে রোনালদো রিয়ালকে এগিয়ে দিলেও জিওভানির গোলে সমতায় ফিরে আসে ভিলারিয়াল।
এই ড্রয়ের ফলে রিয়াল মাদ্রিদ আরও পিছিয়ে গেল। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ চার নম্বরে অবস্থান করছে। রিয়ালের সমান পয়েন্ট অর্জন করেছে ভিলারিয়ালও। চার ম্যাচে ১২ পয়েন্ট করে রয়েছে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের। এমনকি শীর্ষ দুই দলের গোল ব্যবধানও সমান (+১০)! দুই দলই ১৪টি করে গোল করেছে।
গোল হজম করেছে ৪টি করে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।