আমাদের কথা খুঁজে নিন

   

আবার গল্প/ ডায়েরির ছেঁড়া পাতা

হেঁটে হেঁটে যতদূর চোখ যায়

[প্রিয় ব্লগাররা, আবার একটা গল্প লিখে ফেলেছি। ইতোমধ্যে এটি ছাপাও হয়ে গেছে। গতকাল প্রথম আলোতে আমার এ লেখা ছাপা হয়েছিল। কেউ হয়ত পড়ে থাকবেন...কেউ বা না। যারা পড়েননি তাদের জন্য ব্লগে এটি দিলাম।

আশা করি সময় পেলে পড়বেন । ] - আহারে.. - পোলাডা কত ভাল ছিল! - ছাত্র হিসেবেও ছিল অসাধারণ। ইন্টারে স্ট্যান্ড করেছিল। আহারে... - আর কয়টা দিন পরই তো পাশ করত। - কিন্তু ও ... বাড়িময় লোকজন।

বাতাসে আগরবাতির গন্ধ। উঠোনে এলাকার মুরুবি্বরা চেয়ার পেতে বসে আছে। রাস্তায় পার্ক করা পুলিশের জিপে বসে হাবিলদারটা আপনমনে বিড়ি টানছে। এলাকার মসজিদ থেকে এই মাত্র খাটিয়াটা আনা হয়েছে। কাফনের কাপড় আনতে লোক পাঠানো হয়েছে।

বাড়ির ভেতর থেকে উচ্চস্বরে কান্নার শব্দ ভেসে আসছে-বাবারে তুই আমাদের এভাবে ছেড়ে গেলি...আমরা এখন কি নিয়ে বাঁচব সোনা...! - আপনারা কি শিউর যে এটা সুইসাইড? - পোস্টমর্টেম করলেই বোঝা যাবে। - আর পোস্টমর্টেম কইরাই বা কি হইব? ওরে তো আর ফেরত পাওয়া যাইবে না। ঠিকই তো! শামীমকে তো আমরা আর কখনোই দেখব না। কি লাভ পোস্টমর্টেমে! // দুই // শামীম আমার খুব ভাল বন্ধু ছিল। বলতে গেলে সারাণই আমরা একসাথে থাকতাম।

লেখাপড়া, ঘোরাফেরা-কখনো আলাদাভাবে করেছি_এমনটা আমার মনে পড়ে না। আমরা আমাদের ফিলিংসগুলো শেয়ার করতাম। জানতাম ওর সাথে একটা মেয়ের অ্যাফেয়ার আছে। শামীম আমাকে প্রায়ই বলত_'দোস্ত আমার জীবনটা সার্থক! আমি অর্চির ভালবাসা পেয়েছি। আমি ওকে খুব ভালবাসি।

' ওর কথা শুনে আমার খুব ভাল লাগত। মাঝে মধ্যে হিংসাও হত_'ইস আমার জীবনে কেন প্রেম আসে না!' শামীম আমাদের মাঝে নেই আজ প্রায় দু'মাস হতে চলল। এখনো কেউ জানে না কেন সে এমন কাজ করল। কদিন আগে আমিও জানতাম না। কিন্তু এখন জানি।

বিচিত্র মানুষের মন। বিচিত্র তার অনুভূতি এবং খুবই বিচিত্র তার প্রকাশ। শামীমের ডায়েরিটা কয়েকদিন আগে হাতে পেয়েছি। মাঝে একটা পৃষ্ঠার অর্ধেকটা ছেঁড়া, তারিখ লেখা নেই_'...ও আমার সাথে কেন এমন করল? আমি তো ওর কোন তি করিনি। তবে কেন ও আমাকে এভাবে শেষ করে দিল।

কি করিনি আমি ওর জন্য! ওর জন্য আমি আমার মায়ের সাথে মিথ্যা বলেছি পর্যন্ত। বাবার মুখে মুখে তর্কও করেছি। আর ও...। কত বিশ্বাস করেছিলাম ওকে..কত ভালবাসতাম...নিজেকেও বোধহয় আমি এতটা ভালবাসিনি। আমার সাথে ওর সব কথা, সব অনুভূতি_সবই ছিল খেলা।

আমি কেন এত বোকা! সততার কি কোন দাম নেই! আমার খুব কষ্ট হচ্ছে_ভীষণ কষ্ট! ও আমাকে ভালবাসে না_এ জন্যে আমার কোন কষ্ট নেই। কেবল কষ্ট লাগে তখনই যখন ভাবি_এমন একটা ফালতু মেয়েকে আমি বলেছিলাম_আমি তোমাকে ভালবাসি। আমি এখন কি করব! বিধাতা তুমি ওকে কোনদিন মা কর না..কোনদিনও না। কিন্তু আমি..আমি..। ' এরপরও কি যেন লিখেছিল শামীম।

হয়ত পরে আবার কি মনে করে নিজেই ছিঁড়ে ফেলেছিল_কে জানে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.