পরিবর্তনের জন্য লেখালেখি
[কত] সিদ্ধ পুরুষ হাতড়ে গেল বুকের জলদিঘী
কোথাও খুঁজে পেল না কেউ প্রানের ভোমরা পোক!
সৎ কিংবা প্রেমিক,অথবা ফেরেস্তারাও এ লো
সকল মানুই পিনোন্নত স্তনের বুকে জোঁক!
আমি ভীষন নারী হলে ওরাও খোঁজে গোস
রক্ত পুঁজে জিব লাগিয়ে গন তন্ত্রের মালাই
হায়না গুলো মুখ লুকি' নেয় পুরুষীয় মুখোশ!
প্রেম কিংবা শরীর পূজা, কোন টার নেই বালাই!
বিভৎস ভোগ যখন পুরুষ, 'যোগী' কি ' স্বর্গীয়'
চাই না কোন কোমল ছোঁয়া , তৃষার জীয়নকাঠি
সব পুরুষের ভিতর যদি শয়তান, আজ প্রিয়
ইবলিশই হোক আমার প্রেমিক , তুমুল বিষের বাটি!!!
ঢাকা
13/11/ 2006
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।