আমার ব্যক্তিগত ব্লগ
যদি সুন্দর বনে বেড়াতে যান তো অধিকাংশ সময় আপনাকে বোটে/শীপে/লনচে থাকতে পারবেন। আড্ডাবাজদের জন্যও আদর্শ জায়গা। সারাদিন বন দেখতে দেখতে আড্ডা দিতে পারবেন, আবার রাতে তারা দেখতে দেখতে আড্ডাবাজি করবেন। একদিন এরকমই চেষ্টা করেছিলাম। পরিচয় হলো এক ইন্দোনেশিয়ান ভদ্্রলোকের সাথে।
উনি জিওলজিস্ট, কাজ করছেন পেট্রোবাংলায়। কথায় কথায় বললেন,
"ইন্দোনেশিয়ায় আগে বাংলাদেশের মতোন ট্রাফিক জ্যাম ছিল। পরে নানা ব্যবস্থা নেয়ায় এখন সহনীয় পর্যায়ে নামিয়ে আনা গেছে। যেমন-
1। শহর থেকে ধীরে ধীরে রিক্সা (ওদের রিক্সায় যাত্রী আগে বসে, চালক পিছনে বসে চালায়) চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
2। শহরের সকাল ও বিকালের পিক আওয়ারে কেউ 3 জনের কম যাত্রি নিয়ে গাড়ি চালাতে পারে না, পুলিশ ফাইন করবে। পাবলিক ট্রান্সপোর্ট ব্যাবহারে মানুষকে উৎসাহিত করার জন্য এই ব্যাবস্থা"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।