ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরি থেকে কয়েক মাস ধরে অবিরামভাবে অগ্ন্যুৎপাত হচ্ছে।
আজ শনিবার আগ্নেয়গিরিটি থেকে ৩০ বার ছাইভষ্ম উদগীরণ হয়েছে।
প্রাকৃতিক এই বিপর্যয়ের কারণে ইতোমধ্যে ২০ হাজার লোক বাস্তুচ্যূত হয়েছে এবং আরো মানুষ অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।
জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতোপো পুরাও নুগরোহো জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় দ্বীপ সুমাত্রার খালি হয়ে যাওয়া একটি স্থানের ওপর থেকে মাউন্ট সিনাবাং থেকে লাভার স্রোত বয়ে যাচ্ছে এবং পাহাড়টির জ্বালামুখ দিয়ে ছাইমেঘ ৪ হাজার মিটার (১৩ হাজার ফুট) উঁচু পর্যন্ত ছড়িয়ে পড়ছে।
এদিকে, কর্তৃপক্ষ ইতিমধ্যেই আগ্নেয়গিরির চারপাশের পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারীদের অন্যত্র চলে যেতে বলেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।