স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।
পৃষ্ঠা 80। রচনা 2000।
বইয়ের শেষ কবিতা।
বইয়ের কবিতাগুলি নিয়া একটা আলোচনা (বাই সুব্রত অগাস্টিন গোমেজ) কাইলকা পোস্ট করমু। বই বাইর হইছিল 2001 সালে। দ প্রকাশনা থিকা। 1988 থিকা 2000 পর্যন্ত যেইসব কবিতা লিখছিলাম তার কিছু এই বইয়ে আছে।
আমার আরো যেইসব কবিতা আছে প্রকাশিত/অপ্রকাশিত সেইগুলা প্লাস নতুন কবিতা লেখতে পারলে পোস্ট করমু।
কবিতাগুলি নিয়া যারা মন্তব্য করছেন সবাইরে কৃতজ্ঞতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।