আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে আসতে হলো...

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

বেশ ক'দিন থেকে ব্লগে আসাও হয় না। লেখাও হয় না, পড়াও হয় না। শরীর অসুস্থ ছিল, কলিগ মারা গেল, নিজেকে নিজেই ছুটি দিয়ে ঈদের অনুষ্ঠান নিয়ে মেতে ছিলাম। সারাদিন বসে টিভি দেখে আর চা খেয়ে নির্ভেজাল অবসর কাটাচ্ছিলাম। কিন্তু আজকে আর পারলাম না নিজেকে স্থির করে রাখতে।

আসলাম ব্লগের পাতায়। শেষ পর্যন্ত মল খসালি তো.... তাহলে এতো নাটক করার দরকার কি ছিল? খুব কি দরকার ছিল নয়টি লাশের? খুব কি দরকার ছিল এই অরাজকতার? কেন এই দুর্যোগ? মুর্খদের বোধদোয় হবে কবে? সুরসুর করে বংগভবনে গিয়ে সবকিছু মেনে নিল কেন? অসুস্থ হাসান অপ্রকৃতিস্থের মতো বাসায় পায়চারি করছেন, চ্যানেল আই-য়ের সুবাদে দেখলাম। তার বিবৃতি চ্যানেল আইয়ের সাংবাদিকের কাছে দিয়ে বলতে দেখা গেল বাকী মিডিয়াকে দিয়ে দিবেন। কেন? বিচারপতি হাসান, আপনার বিচার এবার কে করবে? বিব্রত হওয়ার জন্য আপনার এতোগুলো লাশ দেখা র কি খুব দরকার ছিল? এই সিদ্ধান্ত অনেক আগেই তো নিতে পারতেন। আপনি সবাইকে জানিয়ে দেন না কেন, আপনি কখনও বিএনপি'র আন্তর্জাতিক সম্পাদক ছিলেন না, বিএনপির বদান্যতায় রাস্ট্রদূতের কাজ করেন নি? আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য চাকরির মেয়াদ দু'বছর বাড়ানো হয়নি? মুর্খদের সাহচর্যে যে বুদ্ধিমানরাও বুদ্ধি হারায় তার প্রমান এভাবে না দিলেও কি হতো না? সমবেদনা জানাই তাদের প্রতি যারা হারিয়েছেন স্বজন।

যারা কস্টে কাতরাচ্ছেন। যারা নিদারুণ শংকায় আছেন। ধিক্কার জানাই যারা নাটক নাটক অভিনয় করে এই মর্মান্তিক পরিণতি ডেকে এনেছেন। ঘৃণা তাদের প্রতি যারা দেয়ালের লিখন পড়তে বারবার ভুল করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.