আমাদের কথা খুঁজে নিন

   

ভাস্কর থেকে রাগ, রাগ থেকে অভিমান এবং কবীর সুমনের 'বিরোধী' (নিবেদনঃ আমাকে)

দ্য ওয়ে আই ফিল ইট...

আকাশে চেয়ে দেখো, কী বিশাল। ওর অন্তরটাও অমন। কোন অভিমান নেই ওর। ওকে ঢিল ছুঁড়ো, ও হাসবে। ওকে গালি দাও, ও ঠিকই মিষ্টি রোদে ভাসাবে পৌষের সকাল।

বৃষ্টি দেবে শ্রাবণের মুখর সন্ধ্যায়। আলোয় ভরে দেবে হেমন্তের প্রতিটি বিকেল। বৃশ্চিক, এক টুকরো আকাশও হতে পারলেনা?! কবীর সুমনের 'বিরোধী' গানটা কাল থেকে মাথায় আটকে আছে। কিছুতেই বেরোচ্ছেনা। মনে হচ্ছিল, আহা! ব্লগারদের মননের নেপথ্যে যদি গানের কথাগুলি স্বচালিত স্রোতস্বিনীর মতো বইতো।

বড় সুন্দর হতো। গানের লিরিকস দিয়ে দিলাম। বিরোধীকে বলতে দাও বিরোধীকে বলতে দাও বিরোধীকে বলেত দাও তোমার ভুলের ফর্দ দিক, বিরোধীকে বাঁচতে দাও বিরোধীকে বাঁচতে দাও বিরোধীর দৃষ্টি দিয়েও সবাই নিজের হিসেব নিক। যুক্তিকে বাঁচতে দাও যুক্তিকে বাঁচতে দাও যুক্তির স্বচ্ছ আলোয় শানিয়ে নিচ্ছি আমার চোখ, বিরোধীর যুক্তিটাও বন্ধুরা আমল দাও বিরোধীর স্বাধীনতাটাই স্বাধীনতা সাব্যস্ত হোক। বিতর্ক চলতে দাও বিতর্ক চলতে দাও বিতর্ক চলতে দাও নাইবা করলে সন্ধি, বিতর্ক চলতে দাও বিতর্ক চলতে দাও বিতর্ক থামলে আমরা মানসিক প্রতিবন্ধী।

বিরুদ্ধ ঢেউ আসুক বিরুদ্ধ ঢেউ আসুক বিরুদ্ধ ঢেউ আসুক উত্তাল হোক নদী, তর্কের ঝড় উঠুক তর্কের ঝড় উঠুক তর্কের দামাল হাওয়ায় নরুক কায়েমী গদী। রাজনীতি নাম কেন রাজনীতি নাম কেন রাজাদের দিন তো কবেই বিদায় নিয়েছে দেশ থেকে, লোকনীতি জন্ম নিক লোকনীতি জন্ম নিক লোকদের ভাল মন্দ দিকেই কিন্তু চোখ রেখে। নামগুলো পাল্টে দাও নামগুলো পাল্টে দাও নামগুলো চিন্তা ভাবনা করেই রাখাটা দরকারি, দিনগুলো পাল্টে দাও দিনগুলো পাল্টে দাও সকলের থালায় আসুক ডাল ভাত আর তরকারি। বিরোধীকে বলতে দাও। ।

[!@@!111608 !@@!111609 ] কনফুসিয়াসের সৌজন্যে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।