আমাদের কথা খুঁজে নিন

   

আন্টি

খুব গোলমেলে, নিজেও ভাল জানি না। তবে আছে,এই ঢের।

কালকে জীবনে প্রথমবার অচেনা একজন আন্টি বলে ডাকল! ছেলেকে নিয়ে ঈদের কেনাকাটা করতে গেছিলাম। চেনা দোকান। চেনা লোকজন।

বেশ কিছুদিন পরে যাওয়াতে দেখলাম সেলস এ সব নতুন মুখ। অল্পবয়েসী সব ছলে-মেয়ে। কাউন্টার থেকে জিনিস-পত্র নিয়ে বিল দিতে গেছি, বিল সেকশনের ছেলেটি বললো; আন্টি, কার্ডপ্লিজ! নিজের অজান্তেই মুখে হাসি চলে এলো। মেঘে মেঘে বেলা তাইলে কম হইল না! আ্য! আর পরে ফেরার পথে সারাটা পথই ঐ হাসিটা ছিল মুখে-চোখে। ইনফ্যাক্ট এখনো আছে।

বেশ মজা লাগছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।