এসো প্রতিবাদ করতে শিখি ।
আমাদের বাসায় পেঁয়াজ শেষ। আম্মা রান্নার পূর্বে অন্তিম মুহুর্ত টের পাইলেন! এই সময় কষ্ট করে বাজারে যাওয়ার চেয়ে প্রতিবেশীর বাসায় গিয়ে পেঁয়াজ চাওয়া বুদ্ধিমানের কাজ!
নক নক !
-পেঁয়াজ আছে আন্টি?
-নাই !
বলেই দুম করে মুখের উপর দরজা লাগায়
দিলেন!!
আম্মারে জিগাইলাম কাহিনী কি??
আম্মা কইলো সেই প্রতিবেশি একদিন এসে ইলিশ মাছ চাইছিলেন। তার বাসায় নাকি ইলিশ মাছ শেষ হয়ে গেছিলো! আমাদের ফ্রিজেও ছিলো না দেখে দিতে পারে নাই। এই প্রতিশোধ নিলেন বোধহয় !! হলি কাউ! পেঁয়াজ আর ইলিশ মাছ এক হইলো?? ইলিশ মাছ চাওয়ার জিনিস? চাইলেই বের করে দেওয়া সম্ভব??
এই আন্টির নাম ভারত। পেঁয়াজের দাম বৃদ্ধির কারন খুঁজতে গিয়ে যুগান্তরে নিউজ পাইলাম- ‘ইলিশ না দিলে পেঁয়াজ দেবে না ভারত’ আন্টি ! প্লিজ গ্রো আপ !!
ভারত বলেছে ইলিশ না দিলে পেঁয়াজ বন্ধ করে দিবে।
(সংগৃহীত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।