ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
মিছিল এগিয়ে যাক
এ মিছিল তোমার, আমার, সকলের।
ফসলের মাঠের মলিন ধূলো পায়ে হাঁটছে কৃষক
কারখানার আবদ্ধ তালা খুলে বেরুচ্ছে শ্রমিকদল
গৃহিণীরা এ বেলায় বন্ধ রেখেছে ঘরের কাজ
ছাত্র-ছাত্রীরা দেখো ঐ যাছে না পাঠশালায়
মিছিল আসছে, এ মিছিল এগিয়ে যাবেই।
লাঙ্গলের কারিগরেরা লাঙ্গল-কাঁচি হাতে হাঁটে
শ্রমিকের হাতে হাতুড়ি-শাবল-গাঁইতি-কোদাল
ঝাড়ু-বটি হাতে ঐ দেখো গৃহিণী সব আসে
ছাত্রেরা এনেছে প্লাকার্ড-ফেস্টুন হাতে করে
মিছিল এগিয়ে যাবে
এ মিছিল রুখে সাধ্য কার?
ক্ষুধার জঠর, ঘর অন্ধকার, পানি নেই হাহাকার
বিস্তীর্ণ জমিন কালো করে দেয় কয়লার খনি ছাই
দম চেপে ধরে বদ্ধ রুম গার্মেন্টস ফ্যাক্টরীর
মজুরীর দাম নেই কারখানা, ইটের ভাটায়, মহাজনী ঘরে
কৃষকের ক্ষেত পোড়ে খরায় সেচের পানি শূন্যতায়।
জাগে কানসাট, জাগে ফুলবাড়ি, উত্তপ্ত ডেমরা-শনির আঁখড়া
ঘেরাও চলছে, ঘেরাও-বিক্ষোভ হবে এ বাংলায়
মিছিল আসছে, মিছিলের পুরোভাগে কেউ?
দেখো, ছিনতাই যেন না হয় ন্যায্যের অধিকার
মিছিল এগিয়ে যাক-
এ দায়িত্ব তোমার, আমার, সকলের।
১৪.১০.২০০৬
@Sheikh Jalil
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।