আমাদের কথা খুঁজে নিন

   

নিহত নারীকে

আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

খানিকটা বর্তমান চেয়ে অতীত করে ফেলি, অন্ধকারের নারী মুখশ্রী দু'হাতে ঢেকে, সাদা শাড়িতে আগাগোড়া পরিপাটি করে সাজানো। স্বপ্নের তুলিরা অন্ধকারের আশ্রয়ে অশান্ত সময় আঁকে, ভেঙ্গে চুরে যাওয়া জীবন ও তার কথিত স্বাভাবিকতা। দৃষ্টি মেলে আজ শুধু তোমার নীরব আঁধার খুঁজি; জানলেনা তুমি সুখ কিভাবে, কোথায় হারায়? আমার আকাশ থেকে কালো মেঘ দুত করে তোমার জন্য পাঠাবো এক বিলুপ্ত অভিলাস, তুমি তৈরি থেকো প্রিয়া। সময়ে করুনায় অতীতের বুকে এক আধখোলা স্মৃতির অভিধান, বেদনার পরিচয়-- ঠিকানা হারিয়ে ফেলি। স্বপ্ন ভরা দুচোখে দেখে আমাকে পোড়াতে চাও। আজ সুখের সহ্যহীন সীমানায়, ভালোলাগার অধিকার হারিয়ে কুয়াশার সাথে আলিঙ্গন আর কষ্ট নদীতে সাঁতার কাটি। প্রতিরাত কথা হয় তোমার সনে, আমার মনের জানালা ছুঁয়ে ঘাস জমে প্রতিদিন, শিশির হয়ে ডাকে আমায়; চাঁদের বুকে শান্তি খুঁজতে গিয়ে তারার মাঝে খুঁজি তোমায়, আদর সোহাগে ভরিয়ে দেয় তারা, কিযে এক প্রহসনে। আমি যে এসব তার চাইনা। তোমার বিস্তৃত ভালোবাসা থেকে অন্ধকার দূত করে একটু ঘুম ধার দাও, ঘুমাতে চাই ............. আমিও ঘুমাতে চাই তোমার মতো ...........।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.