[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
সাঁঝের ছায়ায় ধবল কোন বকের রং বদলে গেলে
সত্য দর্শন কি মিথ্যের ছায়ায় ভ্রান্ত হয়ে যায়?
সোডিয়াম আলোয় রাতের পথে বদলে গেলে গায়ের রঙ
চেনা মানুষ কি অচেনার কুয়াশায় ভিন্ন হয়ে ধরা দেয়?
কাকে প্রশ্ন করব জানার জন্যে উত্তর, তার গায়ে
যে আলোর প্রভার প্রবাহ দেখে মনে হয় সে জ্ঞানী বোদ্ধা,
যদি সে আলোর রেখা আর না আছড়ে পড়ে তার গায়
অথবা রুদ্ধ হয় আলোর আগমন সময়ের পাথর্ক্যে ক্ষণিক
তখন যে রুপ সে বোদ্ধার সেটাও কি আর পরম কোন সত্য;
তবে কেন এক পাহাড় সমান দৃঢ় চিত্তে আসিন হয়ে
সত্য মিথ্যের বিভাজনে এই আমরা ঝগড়াতেই সদা ব্যস্ত।
23/09/06
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।