টুকিটাকি ভাবনাগুলো
শুক্রবার দিন রাতে বার্লিনের তিনটি মসজিদ থেকে রোজার সময়সুঁচি পেলাম। মিলিয়ে দেখা গেল তিনটির সময়ই 3-8 মিনিট করে ভিন্ন। এবং সাথে সংবাদ, রোজা রোববার থেকে তবে, চাদ দেখা সাপেক্ষে। সন্ধায় বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশনের মেইল পেলাম যে islam.de তে চাদ দেখা কমিটি জানিয়েছে জার্মানীতে কোথাও চাঁদ দেখা যায়নি। কাজেই রোববার থেকেই রোজা।
রাতে ফোন পেলাম যে বাংলাদেশী মসজিদে তারাবী পড়া হয়ে গিয়েছে, শনিবারই প্রথম রোজা। ইংল্যান্ডেও শনিবার থেকেই রোজা হচ্ছে কারন সৌদি আরবেও কাল থেকে রোজা। এবং ওখান থেকেই ঘোষনা হয়েছে যে পুরো ইউরোপে শনিবার থেকেই রোজা হবে (কোন অথরিটিতে?)। আমি ক্ষীনকণ্ঠে মেইলটির কথা বললাম । তো জবাব পেলাম পাকিস্তানিরা এবং তুর্কিরা রোববার থেকেই রোজা করবে, তবে আমরা বাংলাদেশীরা শনিবার থেকেই করছি।
বলাই বাহুল্য তুর্কিরা বার্লিনে জার্মানদের পরই দ্্বিতীয় মেজরিটি। পরলাম মহা গ্যাড়াকলে। এক সিনিয়র ভাইয়ের শরনাপন্ন হলাম, তো উনি বললেন, আমি রোজা রাখা শুরু করছি, ভুল হলে একদিন বেশী রোজা রাখা হবে ।
আমি চিন্তা করতে লাগলাম যে আমি একদিন ঈদ করব আর আমার প্রতিবেশী একদিন ঈদ করব ব্যাপারটা কেমন হয়ে গেল না? আর যাই হোক দেশে এই সমস্যার মুখোমুখি হইনি।
আমেরিকাতেও একই সমস্যা রয়েছে।
এই [link|http://eteraz.wordpress.com/2006/09/20/muslim-moon-fighting/|e
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।