সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
মুন্নাভাই সিরিজের ছবি। মুন্নাভাই এমবিবিএসএস-এর মজা যারা পেয়েছেন তারা মুন্না ভাইয়ের সিকোয়েলের মজাটা মিস করতে চাইবেন না এটাই স্বাভাবিক। এই ছবির পরিচালক রাজকুমার হিরানি। বোম্বেতে কমেডি বানানোর হিড়িক পড়েছে।
হাসির ছবি দেখে মাঝে মাঝে অবশ্য কান্নাও পায়। কিন্তু সম্প্রতি এমন অনেক ছবি তৈরি হয়েছে যা দেখলে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। মুন্না ভাই সিকোয়েল। অতএব হাসির ছবির স্রোতে গা ভাসিয়ে তৈরি সেটা বলা যাবে না। বরং এই স্রোতে মুন্না অনেক এগিয়ে আছে।
এইবার মুন্নাভাই যথারীতি ভাই লোগ। মানে গুন্ডা, সঙ্গে এক পাণ্ডা। দুইয়ে মিলে রেডিও একটি কুইজ শোতে জেতার জন্য গান্ধী বিষয়ে জানাশোনা লোকদের অপহরণ করে নিয়ে আসে। কারণ কুইজ শোটা গান্ধী বিষয়েই। কুইজ শো তে জিতে রেডিওর হোস্টের মনও প্রায় জয় করে ফেলে সঞ্জয় দত্ত।
কিন্তু বাধ সাধেন তার মাথার ভেতর ঘোরাফেরা করা গান্ধীজী। ইন্ডিয়ার গান্ধীজীকে নিয়ে ডিল করা তা নিয়ে আবার কমেডি তৈরি করা কঠিন কাজ। এই সিনেমায় সেই কঠিন কাজটাই হয়েছে। আর মজাও মিলেছে ষোল আনা। প্রফেসর মুরলীর নকল চরিত্রে মুন্নাভাইকে দারুণ লেগেছে।
আর আসল মুন্না তো রাফ অ্যান্ড টাফ, ঝাক্কাস। নায়িকার নাম বিদ্যা বালান : কুল ভেরি কুল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।