সস্যারের কথা অস্ত্র ব্যবহার করতে তার ভাল লাগে না। চাপাতি দিয়ে কোপাতে তার ভালো লাগে- বিশ্বজিৎের ঘাতক শাকিলের এমন উক্তি।
মানুষ আর কত পিচাশ হলে এমন কথা বলতে পারে এবং তার প্রদর্শন করতে পারে?
মানুষ নামের এই জন্তুটি এ্যারেস্ট হয়েছে, পারিবারিক ভাবে আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে জানি যেহেতু আমরা সবাই কেন জানি এই দলটির সমর্থন করি।
আমার বাবা এবং বড় ভাইয়ের মত সৎ লোক খুব কমই দেখেছি। তাই শাকিলকে আওয়ামী লীগ না বলে একটা জঘন্য পশু বলতে পারি যাকে লালন পালন করেছে আওয়ামী লীগ।
শাকিলের ভাষ্য পুলিশের কাছে দেয়া ভাষ্য নিন্ম রুপ-
আমরা ১৪ থেকে ১৫ জন ছাত্রলীগের একটি গ্রুপ দৌড়ে টমাস ক্লিনিকে যাই। সেখানে গিয়ে বিশ্বজিেক দেখতে পেয়ে তাওসীনসহ কয়েকজন বলে উঠে এই শালায় বোমা মেরেছে। এরপর যে যেভাবে পারে বিশ্বজিেক কিল ঘুষি, লাথি, রড ও লাঠি দিয়ে পোঠানো হয়। কেউ ছুরি ও চাপাতি দিয়ে কোপায়। বিশ্বজিত্ বাঁচার জন্য নিজের হিন্দু পরিচয় দেয় এবং বিএনপিসহ অন্য কোন রাজনীতি করি না বলে জানায়।
সেই কথায় কেউ সাড়া দেয়নি। শাকিলসহ ৭/৮ জনের একটি গ্রুপ স্মরণকালের বর্বরোচিত ও নির্দয়ভাবে বিশ্বজিেক রড, লাঠি, ছুরি ও চাপাতি দিয়ে আঘাত করতে থাকে। বাঁচার জন্য কতই কাকুতি মিনতি করছে বিশ্বজিত্। ঐ সময় তাওসীন বলে শালাকে শেষ করে দে। শাকিল চাপাতি দিয়ে উপর্যুপরি আঘাত করে।
রাজন পিঠে ছুরিকাঘাত করেছে। কসাইর মত কোপানোর সময় বিশ্বজিতের জন্য কোন অনুসূচনা হয়নি কেন? এ প্রশ্নের জবাবে শাকিল ডিবির কর্মকর্তাদের জানায় যে, অস্ত্র ব্যবহার করতে তার ভাল লাগে না। চাপাতি দিয়ে কোপাতে তার ভালো লাগে। সবসময় তার কাছে চাপাতি থাকতো। চাপাতি শাকিল হিসাবে সে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।