আমাদের কথা খুঁজে নিন

   

অনুষ্ঠিত হলো বছরের শেষ মজিলা ওয়েবমেকার পার্টি @Maple Leaf International School

একটি নীরব প্রতিবাদ

জুনের ১৫ তারিখ থেকে শুরু , সেপ্টেম্বরের ১৫ তারিখে শেষ । বারাক ওবামার উদ্ভোদ্ধনের মাধ্যমে শুরু - আর হাজারো মানুষের অংশগ্রহণের এর মাধ্যমে শেষ। এরই মাঝে সারাটি বিশ্ব জুড়ে বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়েছে মজিলা ওয়েবমেকার পার্টি । Make something amazing on the web এটাই ছিলো এইবারের মজিলা ওয়েবমেকার পার্টির মূলমন্ত্র । ওয়েব যে কতটা ফান আর কতটা শিক্ষণীয় তা সবাইকে বোঝানোর জন্যই এই পার্টির আয়োজন যা সম্পাদন করে সারা বিশ্ব জুড়ে থাকা মজিল কমিউনিটর নিবেদিত ভলান্টিয়াররা এই বছরের বাংলাদেশের শেষ 'ওয়েব মেকার' পার্টিটি অনুষ্ঠিত হয় ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে ।

স্কুল ছুটির পর প্রায় ২৫-৩০ জন আগ্রহীদের দিয়ে ভরে যায় তাদের কম্পিউটার ল্যাব , যার মধ্যে মেয়েদের অংশগ্রহণ ছিল অবশ্যই উল্লেখযোগ্য ( তাদের কম্পিউটার ল্যাবের এর থেকে বেশি স্হান সংকুলান করা সম্ভব হয় নি , নাহলে উপস্থিতি নিশ্চয়ই আরও অনেক বৃদ্ধি পেত ) প্রথমেই পার্টির শুরুতে আলোচনা করা হয় ওপেন সোর্স । Your source for open source বলে একটা কথা আছে না । এরপর শুরু হয় মেকার পার্টির মূল অংশ । প্রথমেই দেখানো হয় , পপকর্ণ মেকার । ভিডিও এবং অন্যান্য অনেক কুল ব্যাপার স্যাপার করা যায় এই জিনিষটা দিয়ে , মোটামুটি ভাবে এভাবেই অংশগ্রহণকারীরা বিষয়টিকে গ্রহণ করে ।

অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের ফানি ভিডিও তৈরি করে । ফান পার্ট অফ দিস ইভেন্ট : তারা বিভিন্ন হার্লেম শেক তৈরী করে এবং আমরা তা অবশ্যই সংরক্ষণ করি । এরপর দেখানো হয় যথারিতী থিম্বল এবং এক্স রে গুগলস । এই দুটি অসাধারণ মজিলা ওয়েব আ্যপ উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মোটামুটি ভালোই আগ্রহের সৃষ্টি করে । ইভেন্টটির উল্লেখযোগ্য দিকগুলোর মধ্যে উপস্থিতদের রেসপন্স আমাদের মুগ্ধ করে ।

পুরোটা সময়জুড়েই তারা বক্তাদের নানাধরণ� দিয়া রাখলুম )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.