চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশের নওগাঁয় বউ মেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছর উপমহাদেশের প্রখ্যাত ধর্ম প্রচারক সাধক হযরত আব্দুল আলী বাকী শাহ শরীফ জিন্দানীর (রঃ) মাজারে তিনব্যাপী ওরসের শেষের দিন এ বউ মেলার আয়োজন করা হয়।
দিন ব্যাপী মেলায় নওগাঁসহ আশপাশের দশ-পনেরটি গ্রামের কিশোরী, যুবতী, গৃহবধু ও বৃদ্ধারা দলবেঁধে মেলায় আসে এবং তাদের পছন্দমত জিনিসপত্র কিনে থাকেন। শুধু তাই নয় মেলা উপলক্ষে দুর-দুরান্ত থেকে আত্মীয়রাও এলাকায় বেড়াতে আসেন। রংবেরংয়ের সাজে সজ্জিত হয়ে পুরনো সইদের সাথে নিয়ে হাসি-তামাশা করে বিভিন্ন সাজ-গোজের জিনিস ক্রয় করেন তরুনী ও নববধুরা।
মেলায় অধিকাংশ জিনিসপত্র বিক্রিও করেন মহিলারা। এ মেলায় বিভিন্ন খেলনা সামগ্রী ছাড়াও গৃহবধুর নিত্য ব্যবহার্য্য আসবাবপত্র দা, কুড়াল, বটি, বেলনা, পিড়ে, কুলা, ধামা, ঢেঁকি, পাখা, চালনা, পাটি, ঝাড়ু, মাটির তৈরী বিভিন্ন ধরনের খেলনা, ব্যাংক এবং চুড়িমালা ও কসমেটিক্স সামগ্রী বিকিকিনি হয়ে থাকে।
মেলায় আসা মমিনা খাতুন ও রহিছা বেগম জানান, আনন্দ উপভোগ করার পাশাপাশি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে থাকি। রুবিনা নামে এক গৃহবধু জানান, মেলায় এসে আমার অনেক পুরনো সইদের সাথে দেখা হয়েছে। মেলা থেকে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রই নয় মুখরোচক খাবার ও পোলাপানের মাটির খেলনাও কিনেছি।
সারা বছর বাড়ীর বাইরে আসতে পারি না। তাই প্রতিবছর আমরা এ দিনটির জন্য অপেক্ষা করে থাকি।
মেলার আয়োজক কমিটির লোকেরা জানান, এলাকার নারীদের গৃহস্থালী সরঞ্জামাদী কেনাকাটা করার জন্য প্রতি বছর ওরশ শেষে এ মেলার আয়োজন করা হয়। এ মেলায় শুধুমাত্র নারীরাই কেনাকাটা ও দোকানদারী করার সুযোগ পেয়ে থাকে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।