মিসরের মুরসিপন্থী ২১ নারী আন্দোলনকারীর শাস্তির বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু হয়েছে। গতকাল শনিবার দেশটির এক আদালতে এই শুনানি হয়। এর আগে ওই নারীদের ১৪ জনকে ১১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল। অন্য সাত নারী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের সংশোধনকেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। গতকাল আদালতকক্ষে আনা ১৪ নারীর পরনে ছিল সাদা রঙের কারাগারের পোশাক। কিন্তু তাঁদের হাতে ছিল লাল গোলাপ। আর হাতের তালুতে কালো কালিতে লেখা ছিল ‘স্বাধীনতা’। অপ্রাপ্তবয়স্ক নারীদের শুনানি পাশের আরেকটি কক্ষে অনুষ্ঠিত হয়। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।