আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে হামলাকারীদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিন: সুরঞ্জিত

সিলেটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সমাবেশে ছাত্রলীগের হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদাবি আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এ ঘটনা আওয়ামী লীগের জন্য অত্যন্ত দুঃখজনক। সিপিবি-বাসদ ক্ষমতার রাজনীতি করে না। তারা আদর্শের রাজনীতি করে।

এই হামলায় জড়িতের সাংগঠনিভাবে সিদ্ধান্ত নিলে চলবে না। তাদের সবার বিরুদ্ধে ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ’
দপ্তরবিহীন এই মন্ত্রী অভিযোগ করেন, খালেদা জিয়া নির্বাচন প্রতিহত করতে চেয়ে সাংবিধানিকভাবে অপরাধ করেছেন। যা একটি গণতান্ত্রিক দেশে কাম্য নয়। তিনি (খালেদা জিয়া) অসাংবিধানিক সরকারকে ক্ষমতায় আনতে চান।

তিনি দেশের সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখতে চান না। তিনি দেশের অথনৈতিক ও সামাজিক স্থিতিশীলতাকে নষ্ট করতে চান। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।