ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
নিম্নকণ্ঠ স্পেনীয় কবিতার ধারায় ফেদেরিকো গারথিয়া লোরকা (1898-1936) এক কিন্নরকণ্ঠী কবি। আটত্রিশ বছরের এই ছোট্ট জীবনে শিল্পের অজস্র শাখানদী পেরিয়ে রওনা হয়েছিরেন তিনি: কবি, গায়ক-গীতিকার, পিয়ানো-ও-গিটার-বাদক, চিত্রী, ভ্রমণকাহিনীকার, নাট্যকার, নাট্যপরিচালক, এবং গদ্যশিল্পী।
[গাঢ়]বোবা শিশু- ফেদেরিকো গারথিয়া লোরকা[/গাঢ়]
শিশুটি খুঁজছে স্বর।
(ঝিঁঝিদের রাজা লুকিয়ে রেখেছে ওকে। )
জলের একটি ফোঁটার ভিতরে
শিশুটি খুঁজছে স্বর।
আমি চাই না ও খুঁজে পাক স্বর।
ওটা দিয়ে আমি আংটি বানিয়ে
পরাবো আমার
নিঃশব্দের তর্জনীতে।
জলের একটি ফোঁটার ভিতরে
শিশুটি খুঁজছে স্বর।
(ওদিকে সুদূরে, বন্দি সে স্বর
পরছে ঝিঁঝির জামা)। ।
[গাঢ়]অনুবাদ: আবদুল মান্নান সৈয়দ[/গাঢ়]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।