বলা না বলা কথামালা
মহিলারা সব সময়ই পুরূষদের চেয়ে একটু বেশি রাগ করেন। কারণে- অকারণে দুশ্চিন্তা করেন, এমনকি ছোট ছোট বিষয়েও। সব সময়ই তাদের মধ্যে কেন? কিভাবে? এসব প্রশ্ন ঘুরপাক খায়। হঁ্যা নারী সমাজ, আপনাদের বলছি। দুশ্চিন্তা বা রাগ আপনার সমস্ত কাজের শক্তি কমিয়ে দেবে।
যে বিষয়ে নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন সেটা নিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করূন। বিষয়টি তুচ্ছ হলে ভুলে যান আর বড়ো হলে এটাই ভাবুন এর চেয়েও অনেক বেশি দুশ্চিন্তায় অন্য কেউ হয়তো আছেন। দেখবেন দুশ্চিন্তা আপনাকে সেভাবে কষ্ট দেবে না। রাগ হলে নিজেকে আস্তে আস্তে বোঝান, শান্ত করূন। যে কারণে রাগ করেছেন ভাবুন, এরকম তো হতেই পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।