বহুদিন যাবত ব্লগ লিখে আসছি। বিভিন্ন ব্লগ সাইটের সদস্য হয়ে অনেক কিছু শিখেছি, অন্যকে কিছু জানানোর চেষ্টা করেছি। এতে যে কি আনন্দ আছে তা আমার ব্লগার ভাইরা ভাল করেই জানেন। তবে ইদানিং ব্লগ সাইটগুলো কেমন যেন একঘেয়েমি হয়ে গেছে, সব বিষয়সমূহ থাকে জটিল আর আমাদের প্রাত্যহিক সমস্যা বিষয়ক। একেক জন ব্লগার ভাই যেন চেষ্টা করছেন আমাদের সমস্যা আর ত্রুটিগুলো আরো বিস্তৃতভাবে উপস্থাপন করার।
ব্লগগুলো যেন হয়ে উঠেছে আরেক ধরণের পত্রিকা,যার বেশী অংশই থাকে বিভিন্ন দৈনন্দিন প্রকাশিত ঘটনারই বিস্তৃত/বিশ্লেষিত রূপ। আসলে আমরা বোধ হয় একটা গন্ডির বাইরে যেতে পারছিনা। জীবনটা এতো একঘেয়ে আর যান্ত্রিক হয়ে উঠার কারণে আমাদের আয়ু আরো কম। আমরা বেশি চিন্তা করি, আর আনন্দের উল্টোপাশটা নিয়ে বেশী মাতামাতি করি। কি প্রয়োজন ? আসুন না আরো সুন্দর, শুভ্র একটা জীবন কাটাই।
যেখানে থাকবেনা কোন কূট চিন্তা, জটিলতা। যাক এসব ভূলে যাই অন্য একটি প্রসংঙ্গে, আমি ছোটবেলা থেকেই একটু বিজ্ঞান পিপাসু, যার কারণে বাবার শাসন শুনেছি বহু, ছিল ইলেক্ট্রনিক্সের নেশা, বহু নাটবল্টু, সার্কিট, মোটর ব্যটারীর কালেকশন আর এই নিয়ে গবেষণা। যখন হাতে কম্পিউটার পেলাম তখন চলে গেলাম অন্য দুনিয়াতে, সফটঅয়্যারের জগতে ভুলে গেলাম হার্ডঅয়্যার। পড়ে থাকি এ নিয়েই। যদি নতুন কিছু জানতে পারি।
তো, কিছুদিন ধরে খুজছিলাম প্রযুক্তি বিষয়ক কোন ব্লগ। কিছু খুজে পেলাম, কিন্তু সেখানে চলে বিজ্ঞাপনের হিড়িক আর জটিল করে ফেলা হয়েছে। এর মাঝে একটা পেয়েছি কিছুটা ছিমছাম- বিডিপালস্ ডট কম, bdpulse.com নামে। আমার মনে হয় আমরা এই সকল প্রযুক্তি বিষয়ক ব্লগগুলোকে আরো সমৃদ্ধ করতে পারি নিজেদের প্রযুক্তি বিষয়ক জ্ঞানটুকু ছড়িয়ে দিয়ে। আমরা একেকজন একেক বিষয় জানি, যেহেতু সকলেই কম্পিউটার ব্যবহার করে আসছি।
কারণ এই যুগে উন্নত প্রযুক্তি সম্পর্কে পিছিয়ে থাকলে দেশটা সমৃদ্ধ বা আমরা সহজ হব কেন। শুধু সামাজিক সমস্যা নিয়ে থাকলে হবে ? শুভকামনা রইল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।