আমাদের কথা খুঁজে নিন

   

মিষ্টি কেনার চাঁদা!!!!

আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে

বাড়িতে মেহমান আসবে। তাই বের হলাম মিষ্টি আনতে। ফেরার পথে দেখতে পেলাম এলাকার নেশাখোর মাস্তান আবুল বসে আছে। সাথে আরেকজন। ওদের কাছাকাছি আসতেই আবুল বলে উঠল মিষ্টি আনছেন দেখি! আমি কিছু না বলে বাসার দিকে এগুতে থাকলাম।

শুনলাম পেছন থেকে বলছে কথার উত্তর দেয় নাই। গেটের কাছকাছি আসতেই শুনলাম আবুল ডাকছে এইজে শুনেন, এইজে শুনেন। দাড়িয়ে পেছন ফিরে দেখি আবুল দ্রুতগতিতে আসছে। কাছে এসে বলল, “আপনেরে এলাকার বড় ভাই জানি। আমাদের চা পানি খাওয়ার জন্য দুইশ টাকা দেন।

“ আমি বললাম এত টাকা আমার কাছে নেই। আবুল বলল “ঠিক আছে, এলাকায় কিছু হইলে তো আমদের কাছেই আসবেন। বিকালে আসব টাকাটা দিয়া দিয়েন। “

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.