টুকিটাকি ভাবনাগুলো
বর্তমানে চাইনিজ সরকার দাবী করে যে তারা গনতন্ত্রের দিকে যাচ্ছে । অথচ বিপ্লবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান, বিভিন্ন ধরনের ব্যান ইত্যাদি প্রয়োগ করে তারা অন্যকিছুই প্রমান করছে।
সমাজতন্ত্রে সবাই সমান এমনটাই আমরা জানি। কিন্তু সম্প্রতি এক নতুন আইনে ধনী চাইনিজদের ছেলেমেয়ের শিক্ষায় বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। এই আইন মোতাবেক কোন বানিজ্যিক প্রতিষ্ঠান যদি 3 মিলিয়ন ইউয়ান (4,18,000 ডলার) ট্যাক্স দিয়ে থাকে এক অর্থবছরে তবে সেই প্রতিষ্ঠানের মালিক তার ছেলেমেয়ের জন্যে স্কুল ফাইনালে বোনাস মার্কস দাবী করতে পারবে (Lei)।
অর্থাৎ তাদের রেজালট অন্য সাধারন নাগরিকের ছেলেমেয়ের চেয়ে ভাল হবে এবং তারা ভাল ইউনিভার্সিটিতে চানস পাবে। সমালোচকরা বলছেন যে সাধারন নাগরিকরা অল্প বয়সেই যদি এইসব বৈষম্যের স্বীকার হয় তাহলে ভবিষ্যতে হয়ত সমাজকে বড় কোন মুল্য দিতে হবে ।
চায়না সরকারের ভাষ্য হচ্ছে বেশী ট্যাক্স দিতে উদ্্বুদ্ধ করতেই এই উদ্দোগ। ভয় হচ্ছে আমাদের সাইফুর রহমান এটি শুনলে এদেশেও এরকম ব্যবস্থা চালু হয়ে যাবে । এইটাইতো বাকী আছে এখন, দেশের ধনী পরিবারগুলোকে বিশেষ মর্যাদা ও সুবিধা দেয়া।
সাধারন মানুষ চুলোয় যাক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।