উচ্চ মাধ্যমিক শিক্ষার পর উচ্চতর শিক্ষায় বাংলা মাধ্যমে পড়ার আর তেমন একটা সুযোগ থাকে না। চীন বা জার্মানের মতো আমাদের এখানে উচ্চতর শিক্ষায় নিজস্ব ভাষায় শিক্ষাদান বা গ্রহনের কোন সুযোগ এখনও তৈরি হয় নি। বলা হয়ে থাকে যে বিশ্বায়নের এই যুগে একটি দেশের উন্নতির জন্য ইংরেজি ভাষার কোন বিকল্প নেই। অথচ চাইনিজ বা জার্মানিরা কিন্তু তাদের নিজেদের ভাষায় জ্ঞান চর্চা করেও উন্নতির চরমে পৌঁছে গেছে। তাই এইসব যুক্তি এখন আর ধোপে টেকে না।
একজন মানুষ কিন্তু চিন্তা করে তার মায়ের ভাষাতেই। এটাই তার মনের ভাষা। তাই যে ভাষাতেই সে পড়াশোনা করুক না কেন সবকিছু তাকে বাংলাতেই রুপান্তরিত করে মগজে নিতে হয়। অন্য ভাষায় একটা বিষয় বোঝার জন্য তার মগজকে অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে। অথচ নিজের মনের ভাষায় সে বিষয়টাই বোঝার জন্যঅধিকতর কম পরিশ্রম করতে হয়।
ফলে বিষয়টা ভালভাবে তার হৃদয়ঙ্গম হয়। এতে সেই বিষয়ে তার সৃষ্টিশীল চিন্তাভাবনা বা নতুন কিছু করার সম্ভাবনা আরও বেড়ে যায়।
কিন্তু আমাদের শিক্ষাবিদেরা এখনও এ বিষয়টি নিয়ে ভাবছেন না। ভাবছেন না যে ইংরেজি মাধ্যমে জ্ঞান চর্চা করে আমরা যে গতিতে এগুচ্ছি বাংলায় তার চাইতেও বেশি বেগে এগিয়ে যেতে পারব। এর মানে এই নয় যে আমরা ইংরেজিকে একেবারে বাদ দিয়ে দিব।
ইংরেজি যেহেতু আন্তর্জাতিক ভাষা, তাই ইংরেজিরও যথেষ্ট গুরুত্ব ও প্রয়োজন আছে। ইংরেজি ভাষাকেও একেবারে বাদ দিয়ে দেয়া যাবে না।
তাই উচ্চতর শিক্ষার প্রধান ভাষা হোক বাংলা। মুক্ত মনে হোক উচ্চতর শিক্ষা চর্চা। একুশের চেতনা পাক পরিপূর্ণতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।