আমাদের কথা খুঁজে নিন

   

এবার চাঁদে বেচাকেনা!

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

মানুষের আকাগ্ধক্ষার যেন শেষ নেই। একটু সুখের আশায় মানুষ ছুটে বেড়ায় এখানে-সেখানে, কখনো এক দেশ থেকে আরেক দেশে। পৃথিবীর এক প্রানস্ন থেকে অন্য প্রানস্নে গিয়ে বসবাসের খবরও নতুন নয়। কিন্তু একেবারে পৃথিবী ছেড়ে চাঁদে গিয়ে বসবাসের খবরটি নিশ্চয়ই সবার কাছে নতুন।

কলকাতার এক দমঙ্তি সমঙ্্রতি চাঁদে প্ট্নট কিনে সে খবরের জন্ম দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া জানায়, পৃথিবী ছেড়ে চন্দ্রপৃষ্ঠে গিয়ে স্ট্বপেম্নর ঘর বানাতে চাইছে পশ্চিমবঙ্গের হাওরা জেলার অনিশ দাসগুপ্টস্ন ও তার স্ট্পী সোমা। সমঙ্্রতি একটি টিভি চ্যানেলকে তারা বলেছেন, ইন্টারনেটের মাধ্যমে তারা চাঁদে দুই একরের একটি প্ট্নট কিনেছেন এবং সেখানে বাড়ি করে স্ট্থায়ীভাবে বসবাস করতে চান। তারা বলেন, http://www.lunarrepublic.com ওয়েবসাইট থেকে চাঁদে জমি বিত্রিক্রর বিজ্ঞাপন দেওয়া হয়। ওই বিজ্ঞাপন দেখে ত্রেক্রডিট কার্ডের মাধ্যমে 100 মার্কিন ডলার দিয়ে তারা চাঁদে এক টুকরো জমি কিনেছেন।

জমির দলিলও অনিশ দাসগুপ্টস্ন হাতে পেয়েছেন। তিনি বলেন, তার জমিটি চন্দ্রপৃষ্ঠে 13.5 ডিগ্রি অক্ষাংশ দক্ষিণে ও 47.5 দ্রাঘিমাংশ পশ্চিমে অবস্টি্থত। দলিলে উল্ক্নেখ রয়েছে, জমিটির অবস্ট্থান চাঁদের ওশেন অব সদ্ব্রমস এলাকায়। অনিশ দাসগুপ্টস্ন বলেন, রাশিয়া যদি চাঁদে পর্যটক পাঠাতে পারে তবে চাঁদে স্ট্থায়ী বসবাস শুরুর বিষয়টি খুব বেশি দহৃরে নয়। 'এতে কেউ যদি আমাকে পাগল ভাবে তো ভাবতে পারে, আমার তাতে কিছু যায় আসে না।

'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.