আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন- নতুন পেশা- মতামত চাই

পরিবর্তনের জন্য লেখালেখি

আমার আগের পোস্টে কতগুলো প্রস্তাবনা ছিল। একটু সংক্ষেপে আবার দিচ্ছি। 1। ঠিক কোন ক্লাস থেকে বাংলা মিডিয়ামের[ ইংলিশ মিডিয়ামে এ ব্যাপারে বেছে নেওয়ার সুযোগ আছে] শিক্ষার পেশা মুখী করা উচিৎ। বাস্তবতা হলো আমাদের দেশে বেশির ভাগ মেয়েদের বিয়ের গড় বয়স এখনও 14/15 বছর।

সুতরাং ম্যাট্রিকের আগেই তাকে উপার্জনের একটা সূত্র শিখিয়ে দিতে হবে। যে কোন স্কিল ইংলিশ মিডিয়ামে বাধ্যতামূলক ভাবে ক্লাস এইট পর্যন্ত অর্থনীতি পড়তে হয়। নানা কারনে এটা ভীষন জরুরী মনে হয়েছে। একটু হলেও অর্থনীতি বোঝা আর কি ভাবে সমস্যা কে চিনে ধাপে ধাপে তার সমাধান করতে হয় [ 6 ধাপ বিশিষ্ট সমস্যা সমাধান প্রক্রিয়া] নিজেদের মত করে, নিজস্ব সম্পদ দিয়ে......হাবিজাবি জিনিস বাদ দিয়ে আমাদের স্কুল কারিকুলামে এই দুটো জিনিস ঢোকানোর ব্যাপারে আপনাদের মত কি? 2। গরীব ঘরের ছেলে মেয়েদের বিনামূল্যে বা স্বল্প মূল্যে প্যারামেডিকস ও স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পেশা ট্রনিং এর ব্যবস্থা কি করে করা সম্ভব? 3।

মাছ চাষ, সবজি চাষ , বিভিন্নক্ষুদ্্র ও কুটির শিল্প গুলো "মার্কেটিং " এর অভাবে অনেক ক্ষেত্রে মুখ থুবড়ে পড়ে বা ন্যায্য দাম পায় না। 4। জাতীয় মহিলা পরিষদে প্রায় 6000 মহিলা ক্ষুদ্্র উদ্যোক্তা আছেন। তাদের পন্য গুলোকে ইন্টারনেট ও ওয়েব পোর্টালের মাধ্যমে কি ভাবে বিশ্ব বাজারে পরিচিত এবং বিক্রি করা যায়? 5। আমাদের সিজনাল কৃষিজাত পন্য গুলো সংরক্ষনের অভাবে পিক টাইমে দাম পায় না, আবার অফ পিক সিজনে লাভের গুড় খায় ফড়িয়া আর কোলড স্টোরেজের মালিকরা।

একটু তথ্য দিন, কি ভাবে স্বল্প মূল্যে এই সবজি বা অন্যান্য পন্য গুলোকে সংরক্ষন এবং বিপনন শেখানো সমভব। মনে রাখবেন, প্রযুক্তি হতে হবে খুবই স হজ, সরল এবং বাংলাদেশের যে কোন জায়গার জন্য উপযোগী। যিনি কাজ করবেন , তার শিক্ষিত হওয়ার দরকার নেই। যিনি শিখলেন, সহজেই যেন আরেক জনকে শেখাতে পারেন। আমি ব্যাংককে দেখেছি, কি ভাবে ফলকে তারা একটা শিল্প করে ফেলেছে।

পুরা খাদ্য সেকটরটাই শিল্প। নির্বিকার 5 তারা হোটেলের পাশেই ভ্রাম্যমান খাবারের দোকান, ভীষন সস্তা আর স্বাস্থ্যকর, পরিষ্কার। দেশী বিদেশী সবাই খাচ্ছে। বেশির ভাগই নুডুল স্যুপ, মাছ আর ফল। হাজার রকমের ফল।

স্বাস্থ্য ওদের ভালো হবে নাত কাদের হবে বলেন? কালচারালি ওরা কম খায়, সবজি ফল বেশি খায় আর খায় সুপ। বাংলাদেশে এই পরিবর্তন আনা যায় কি ভাবে? আমরা ত ভাত আর মরিচের উপর আছি। তাতে অপুষ্টি অবধারিত!!! হোম গার্ডেনিং ত আমরা আগেও করতাম.......এটাত এন. জি. ওর কাছ থেকে শিখার কিছু নেই............ঘাপলাটা কোথায়?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.