আমাদের কথা খুঁজে নিন

   

উপমহাদেশের লাখ লাখ মানুষকে সানাইয়ের মুগ্ধতার মায়াজালে জড়িয়ে চলে গেলেন কিংবদন্তি সানাইবাদক ওস্তাদ বিসমিল্লাহ খান

আমার চিন্তা, আমার চেতনা, আমার অভিজ্ঞতা

উপমহাদেশের লাখ লাখ মানুষকে সানাইয়ের মুগ্ধতার মায়াজালে জড়িয়ে চলে গেলেন কিংবদন্তি সানাইবাদক ওস্তাদ বিসমিল্লাহ খান। গত বৃহস্পতিবার (17.08.2006) সকালে তাকে বারানসির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বার্ধক্যজনিত কারণে তিনি খাবার খেতে পারছিলেন না। বারানসির হেরিটেজ হাসপাতালে ভর্তির আগে তাকে বাড়িতে স্যালাইন দিয়ে রাখা হয়েছিল। কয়েক দশক ধরে সানাই বাজিয়ে তিনি পেয়েছেন অগণিত মানুষের আকাশ ছোঁয়া ভালোবাসা।

তার খ্যাতি শুধু উপমহাদেশেই বন্দি থাকেনি, বিশ্বসংস্কৃতির অঙ্গনে বিসমিল্লাহ খান এখন একটি পরিচিত নাম। বলা যায়, তিনিই প্রথম সানাইয়ের সুর মানুষের হূদয়ের সঙ্গে গেঁথে দেন। এসবের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন ভারত রত্নসহ বহু পুরস্কার। তবে বেশ কিছু দিন আগে খ্যাতিমান এ সানাইবাদক পড়েন আর্থিক সংকটে। এ জন্য ভারত সরকার তাকে আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা করেছিলেন।

বিসমিল্লাহ খান 2001 সালে ভারতের শ্রেষ্ঠ রাষ্ট্রীয় খেতাব 'ভারতরত্ন' লাভ করেন। ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং তার জন্য আড়াই লাখ রুপি বিশেষ বরাদ্দ মঞ্জুর করেছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব বিসমিল্লাহ খানের চিকিৎসা ব্যয় রাজ্য সরকার বহন করবে বলে ঘোষণা দিয়েছিলেন। ওস্তাদ বিসমিল্লাহ খান ভারতের তানসেন অ্যাওয়ার্ড, পদ্মভূষণ খেতাব ও সঙ্গীত নাটক একাডেমী অ্যাওয়ার্ড লাভ করেছেন। এই মহান ব্যক্তিত্বের মহাপ্রয়াণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

ছবিঃ রাজেশ, এসোসিয়েট প্রেস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.