আমার চিন্তা, আমার চেতনা, আমার অভিজ্ঞতা
সামাজিক কারণে জন্ম নিয়ন্ত্রণ সহায়ক উপকরণ কনডম ব্যবহারে ভীতি আর অনীহা কাটাতে কনডম ফ্যাশনের আয়োজন করা হয়েছিল কানাডার টরেন্টোতে অন্তর্জাতিক এইডস সম্মেলনে। যৌন রোগ থেকে বাঁচাতে মানুষকে সচেতন করতে যেমনি কনডমের তৈরি বিভিন্ন পণ্যের মেলা বসেছিল, তেমনি পিন দিয়ে দেয়ালে লাগিয়ে তৈরি করা হয়েছিল কনডমের শিল্পকর্ম। ফ্যাশনের জন্য 30 হাজার কনডম ব্যবহার করা হয়েছিল।
অন্যদিকে কনডম ফ্যাশনের ছোঁয়া লেগেছে বার্কিনা ফেসো, সেনেগাল, থাইল্যান্ড এমনকি ভারতেও। এসব দেশে ফ্যাশনের জন্য প্রায় 4 লাখ কনডম ব্যবহৃত হয়েছে।
ছবি ও সংবাদ সূত্রঃ [link|http://www.canada.com/topics/news/national/story.html?id=8632c2f6-a178-4f18-a401-97a966b7ab61|iqUvm
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।