ফাজলামৗ ও বিটলামি, খোঁচা এবং গুতা,
কনডম, শুনলেই কেমন যেন একটা গা কাপুনি অনুভূতি, শিহরন। পকেটে পাওয়া গেলে বন্ধুদের হাতে হিউমারাসলি অ্যাবিউজ (বয়স কম হইলে আর বাসায় ধরা খাইলে তো....কল্পনার অতীত)। আর কাইকে যদি 'কনডম কিং' উপাধি দেয় তবে?
'উপাধিটা গর্বের'! পড়ে মনে হইলো হালায় কি পাগল, না মাথা নষ্ট? মেচাই ভেরাভাইদয়া'র ব্যাপারে পড়ে মনে হলো; না মাথা নষ্ট না; সে সুপার হিরো! সুপার হিরোরা ই তো অসাধ্য সাধন করে, মানুষকে বাচায়। তিনিও বাচাইছেন থাইল্যান্ড কে এইডস থেকে। আর আজ থাইল্যান্ডে 'মেচাই' এর অর্থ কনডম। তিনি থাইল্যান্ডের সিনেটর এবং ক্যাবিনেট মেম্বার। একটি রেস্টুরেন্ট চেইনের ও মালিক; নামটাও রেখেছেন জটিলঃ ক্যাবেজেস এন্ড কনডম! নিরাপদ যৌনতা বিষয়ক স্যুভেনির বিনামূল্যে দেওয়া, ডিনারের পর বিনামূল্যে কনডম দান এবং হাসি মুখে যৌনরসাত্নক আলোচনার মাঝে এস.টি.ডি ও এইডস এর ব্যাপারে সচেতন করাই তার কাজ। তার উদ্যোগের ফলে থাইল্যান্ডের মহামারী এইডস এর ইনফেকশনের হার কমতে শুরু করে আর জন্মহার 3.2% থেকে কমে 1.2% এ নেমে আসে।
আহ্! আমাদের ও যদি এমন একজন জাদুকর থাকতো যে কিনা ইন্টারন্যাশনাল ফাইম এর পেছনে না গিয়ে আমাদের 3% ইনফেক্টেড পপুলেশন কে 0% এ নামিয়ে আনতো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।