আমাদের কথা খুঁজে নিন

   

মরমী প্যারাডক্স, স্ট্রিং থিওরী এবং থিওরী অফ এভরিথিং

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

মিস্টিক বা মরমীরা সবসময় প্যারাডক্স নিয়া কথা বলে। রুমি বলে, 'আইসো বন্ধু সেই মাঠে যেখানে সঠিক আর ভুলের কোন আলাদা জায়গা নাই। যেইখানে অসীম শূণ্যে মিলায় ভালো আর মন্দের দ্্বন্দ্ব। ' আচ্ছা, রুমির এ্যাবসার্ড কবিতা বুঝলাম। এইবার কও এইটর সাথে স্ট্রিং থিওরীর কি সম্পর্ক? প্রথমে হালকা ব্যাখ্যা দেই।

তারপরে একটা ফাটাফাটি ভিডিও দেখার নিমন্ত্রন জানাবো। বেশি রেজুলেশন না, সুতরাং লোড হইতে সময় লাগার কথা না। বিদেশী হাইস্পিড ইন্টারনেট ওয়ালা বিদেশী ভাইদের পাশাপাশি দেশী ব্রডব্যান্ডওয়ালা ভাইয়েরাও ট্রাই দিতে পারেন। আমাদের যে মহাবিশ্ব সেইটার ব্যাখ্যায় দুইটা থিওরী ব্যবহার করে ফিজিসিস্টরা। প্রথমটা হইলো আইনেস্টাইনের থিওরী অফ জেনারেল রিলেটিভিটি।

এইটা দিয়া সৃষ্টির ম্যাক্রো রূপকে সহজে ব্যাখ্যা করা যায়। কিন্তু যখন ছোট, মহাছোট জিনিসপত্রের ব্যাখ্যায় যাইতে হয়, তখন বিজ্ঞানীদের সরণাপন্ন হইতে হয় যে থিওরীর সেইটার নাম কোয়ান্টাম মেকানিক্স। এখন মজার হইলো, দুইটা থিওরীই খুব সঠিক তাদের নিজস্ব জগতে। কিন্তু তাদের একসাথ করতে গেলে মারাত্নক প্যারাডক্স, স্ববিরোধীতা ইত্যাদি দেখা দেয়। কিন্তু সেইটাই সৃষ্টির বাস্তবতা (নাকি, পরাবাস্তবতা)।

ভিডিওটা চমৎকার ভাবে বানানো। ভিডিওটার শেষের দিকে আইসা, খুব খেয়াল কইরা যেটা দেখবেন সেটা হইলো দুই সেটের থিওরী কিভাবে স্ববিরোধী এবং কিভাবে মহাবিশ্বের যে চেহারা সেইটা সম্পূর্ণ ভিন্ন পরাবাস্তবতায় দেখায়। দেখতে পাবেন কোয়ান্টাম ফিজিক্সের দুনিয়া কিভাবে কমন সেনসকেও অতিক্রম করে, ছাড়িয়ে যায় আগে পরের ধারনা, এমনকি সময়ের ধারনাগুলোকেও। থিওরী অফ এভরিথিং এবং স্ট্রিং থিওরী মরমীদের যুগ যুগ ধরে বিশ্বাস করা দর্শনকে ধারন করে। কিভাবে, ক্যামনে সেইটার ব্যাখ্যা পরে দেওয়া যাইবো।

ভিডিওটা দ্যাখেন আগে। ভিডিওটার ডান দিকে ক্যাপশানের বাটন অন কইরা নিয়েন যাদের দ্রুত বলে যাওয়া ইংরেজী বুঝতে অসুবিধা হয়। ভয়ের কিছু নাই, খুব উচ্চ স্তরের ফিজিক্সের কথা হইলেও ব্যাখ্যাটা খুব সাধারনের বোঝার উপযোগী করে করা। এইজন্য দেখে মজা পাবেন। আর মরমী দর্শন হালকা পাতলা বুঝলে অসম্ভব মজা পাবেন।

[লিংক=যঃঃঢ়://িি.িঢ়নং.ড়ৎম/মিনয/হড়াধ/বষবমধহঃ/সবফরধ2/3013থয়থ01.যঃসষ]দি এলিগেন্ট ইউনিভার্স ভিডিওর লিংক[/লিংক] কৃতজ্ঞতা, বন্ধু কিবরিয়াকে ভিডিওটির সন্ধান দেওয়ার জন্য। ভালো লাগলে পরে আরো কতগুলো দারুন ভিডিওর সন্ধান দেওয়া যাবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।