ডায়াবেটিস নিয়ে একটি বিকল্প ভাবনা
এখন থেকে 6 মাস আগে আমি যখন প্রথম পোষ্ট টি ক রেছিলাম তখন অনেক আশা ছিলো সনমানিত পাঠকদের খেদমতে অচিরেই সুসংবাদ পেশ করব । বিগত পাঁচ বছরের একান্ত ও নিরলস প্রচেষ্টার ফল হিসেবে আমি ডায়াবেটিস রোগের জন্য আমি এমন একটি গাছ সনাক্ত করতে সমথ হইযা যুগযুগ ধরে আমাদের দেশে ব্যবহার হয়ে আসছে । বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এর মূল উপাদান সনাক্তকরণ ও জীব দেহে এর প্রতিক্রিয়া লক্ষ্য ক রে একটি রিসারচ পেপার প্রস্তুত করি যার কপি বিভিন্ন আন্তরজাতিক গবেষণা সংস্থায় পাঠিয়েছি এবং অনেকেই ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে ।কিছুদিন আগে অরগেন গ্রেপ থেকে চীনে বারবেরিন নামে এক প্রকার ঔষধ প্রস্তুত হয় যা র চেয়ে আমাদের দেশীয় উদ্ভিদটির কারযকারিতা অনেক বেশী । কিছু কাজ বাকী থাকায় এখনই সংবাদ সন্মেলন করলে গোপনীয়তা ফাঁসের সম্ভাবনাই বেশী ।পৃথিবীর নামকরা কিছু ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নামমাত্র দামে আমার কাজ ও স্বত্ব কিনে নিতে চাচ্ছে কিন্তু আমি দেশের সম্পদ দেশেই রাখতে চাই । কিছু কিছু কাজ এখনও বাকী ,কিন্তু ইতিমধ্যেই আমি আমার সরবস্বখরচ করে ফেলেছি তাই আমার পক্ষেও একা আর কিছু করা সম্ভব না ।এমতাবস্থায় পাঠক আপনারাই বলুন আমি আর কি করতে পারি ?আমি কি আমার কাজ বিক্রী করে দিব ?দেশী কোন প্রতিষ্ঠান বা ব্যক্তিগত উদ্যোগ হলেও আমি আমার কাজ দেশেই শেষ করতে চাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।