এলোমেলো কথা (শুনলে থাকেন নাইলে ফোটেন)
ছোটবেলা বলবো না বেশ বড়ই class six এ পড়ি তখন, বাবার বদলির চাকরির সুবাদে অনেক জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল।
আমাদের স্কুলের পাশেই ছিল এক পাহাড়ি নদী নাম মানিকছড়া। টিফিন টাইমে আমি ও কয়েকজনে মিলে নেমে যেতাম হাটুজলা বহমান নদীটাতে। পাশে ছিল সিড়ি কাটা পাহাড়। একদম উপরে একটা গ্রাম।
একদম স্বপ্নের মতো ছিল দিন গুলো। গ্রামের মানুষগুলো এতটাই সরল ছিল যে আমাদের দেখলেই গাছের পেয়ারা পেড়ে দিত। আমরা অনেক মানা করলেও শুনতোনা।
একবার আমরা এক ক্ষুদে গোয়েন্দা টিম বানালাম (হে হে) ঐ বয়সে মনে হয় এটা করেনাই এমন লোক কমই আছে। আমরা ঠিক করলাম এই নদীর পানি কোথা থেকে আসে বাইর করবো।
মানে নদীর উৎস খুঁজব ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।