বর্তমান সরকারের সময়ে শিক্ষা, বিদ্যুত্, বৈদেশিক কর্মসংস্থান, সামজিক নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হলেও তা প্রচারে তেমন তোড়জোড় নেই। এই সাফল্য প্রচারে তাগাদা দিয়েছে মন্ত্রিসভা।
আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০১২-১৩ অর্থ বছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা জানান, যেভাবে উন্নয়ন হয়েছে সেভাবে তা প্রচার হয়নি, অর্জিত সাফল্য প্রচারে উদ্যোগ নিতে বলা হয়েছে।
মনি্ত্রপরিষদ সচিব জানান, গত অর্থ বছরের তুলনায় ২০১২-১৩ অর্থ বছরে মাথাপিছু আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, আমদানি-রপ্তানি এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার পরিমাণও বৃদ্ধি পেয়েছে।
এসময় তিনি গত বছরের জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত বিভিন্ন উন্নয়নসূচির ফিরিসি্তও তুলে ধরেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।