আমাদের দেশের বহু মানুষ বিদেশে কাজ করছে। এর সূচনা অনেক আগে। এখন বিদেশে কর্মসংস্থান বাড়ছে। বাড়ছে জনশক্তি রফতানি। এখন বিশ্বের ১৭১টি দেশে কাজ করছে বাংলাদেশের মানুষ।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিদেশে কাজের বাজার বাড়ানোর ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। কম খরচে বিশেষ করে সরকারী মাধ্যমে বিদেশে কর্মী পাঠানোর ব্যবস্থা হয়েছে জনপ্রিয়। যাঁরা এই পদ্ধতিতে বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন তাঁরা যেতে পারছেন অনেক কম খরচে। যেতে পারছেন নিরাপদে, ঝুঁকিহীনভাবে। জনশক্তি রফতানি তথা বিদেশে কমসংস্থানের কথা বিবেচনা করলে দেখা যাবে, এই ক্ষেত্রে বিগত জোট সরকারের সময়ের তুলনায় এ সরকারের পাঁচ বছরের সাফল্য অনেক বেশি।
এ প্রসঙ্গে তুলনামূলক তথ্য দেখা যেতে পারে। জোট সরকারের আমলে পাঁচ বছরে বিভিন্ন দেশে চাকরি নিয়ে গেছে ১০ লাখ ৯২ হাজার ৩১৮ জন। বর্তমান সরকারের চার বছরে গেছে ২২ লাখ ৩০ হাজার ৪৫৩ জন। জোট আমলে শ্রমবাজার সৃষ্টি করা হয়েছিলে ৭৬টি দেশে। এই আমলে শ্রমবাজার বেড়ে দাঁড়িয়েছে ১৫৭টিতে।
জোট আমলে রেমিটেন্স এসেছে ১৫ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার। এই সরকারের আমলের চার বছরেই এসেছে ৫৪ দশমিক ০১ বিলিয়ন মার্কিন ডলার। জোট সরকারের আমলে নারী অভিবাসন হয়েছে মোট ৩১ হাজার ৩৫০ জন। এ আমলে হয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৮০ জন। সরকার জি-টু-জি পদ্ধতিতে বেশ কয়েকটি দেশে কর্মী পাঠানো শুরু করেছে।
মাত্র ৬০ হাজার টাকা ব্যয়ে কোরিয়াতে, ১০ হাজার টাকা ব্যয়ে জর্দানে, ৩৩ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হচ্ছে। সরকার অভিবাসন কার্যক্রম পুরোপুরি ডিজিটালাইজড করেছে। এগুলো সবই উন্নয়নের কথা, তাই খুশির কথা। এই উন্নয়ন যাতে আরও বাড়ে সেজন্য কাজ অব্যাহত রাখতে হবে। এ প্রসঙ্গে আরও কিছু করণীয় রয়েছে।
আমাদের ব্যাপক বেকারত্বের এই দেশে তরুণদের কাছে বিদেশে একটা চাকরি যেন সোনার হরিণ পাওয়ার মতো লোভনীয়। বহু তরুণ টাকা ধার করে, জমিজমা বাড়িঘর বিক্রি বা বন্ধক রেখে টাকা জোগাড় করে বিদেশে গেছে। এদের কেউ কেউ বিদেশে গিয়ে প্রতারিত হয়েছে। এই ক্ষেত্রটিতে সরকারের আরও নজর দিতে হবে। শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
কোন তরুণ যাতে দালাল চক্রের হাতে প্রতারিত হতে না হয় সেজন্য তাদের সর্তক করে দিতে হবে।
সরকার কম খরচে জি-টু-জি পদ্ধতিতে লোক পাঠানোর যে ব্যবস্থা চালু করেছে এটি অব্যাহত রাখতে হবে। অন্যান্য দেশের ক্ষেত্রেও এই ব্যবস্থা চালু করতে হবে। সহজে কম খরচে বিদেশে যেতে পারলে আমাদের তরুণদের লাভ, আর যত বেশি কর্মী বিদেশে যাবে দেশের অর্থনীতির লাভও তত। বর্তমান সরকারের জনশক্তি রফতানির ক্ষেত্রে এই সাফল্য প্রশংসিত হবে সাধারণের কাছে, এ সাফল্য এগিয়ে নিয়ে যাবে নতুন নতুন অধিকতর সাফল্যের দিকে, এটাই মানুষ চাইবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।