'অগি্ন' ছিল আমার জন্য চ্যালেঞ্জ। কারণ এতে দুটি রোল প্লে করতে হয়েছে আমাকে। একটি অ্যাকশন অন্যটি ইমোশন। চলচ্চিত্রটির সাফল্য দেখে আমি অভিভূত। মনে হচ্ছে, চ্যালেঞ্জ পূরণ করতে পেরেছি।
এভাবেই আত্দতুষ্টির কথা জানালেন এ সময়ের সেরা নায়ক আরিফিন শুভ। চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে শুভ অভিনীত 'অগি্ন' চলচ্চিত্রটি। এর ওপেনিং কালেকশন দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে এ যাবৎকালের রেকর্ড ভঙ্গ করেছে বলে জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত অগি্ন। এ কথা জানিয়ে শুভ বলেন, মুক্তির পর থেকে অবিরাম ফেসবুক আর মোবাইলে দর্শক প্রশংসার ফুলঝুরি পেতে পেতে আমি অস্থির।
দর্শক আমার অভিনয় এবং চলচ্চিত্রটি যেভাবে সাদরে গ্রহণ করেছে তা ছিল আশাতীত। মনে হচ্ছে, এতে দায়িত্ব আরও বেড়ে গেল। তাই জ্বর, সর্দি, কাশি নিয়েও আশুলিয়ায় 'তারকাঁটা' চলচ্চিত্রের শুটিং করছি। আমি চাই আমাদের প্রায় স্থবির চলচ্চিত্রের মধ্যে আবার প্রাণ সঞ্চার করতে। সে জন্য আমার পক্ষ থেকে যতটা ত্যাগ স্বীকার করা প্রয়োজন সবই করে যাব।
অচিরেই দর্শক আমার অভিনীত 'ছায়া-ছবি,' 'মন বোঝেনা', 'কিস্তিমাত'সহ বেশ কয়েকটি চলচ্চিত্র দেখতে পাবে। আশা করছি, আবারও দর্শক প্রত্যাশা পূরণ করতে পারব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।