"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"
সে এক নারী
সে এক নারী, তাকে বাজাবে তেমন যন্ত্রী কোথায় পাওয়া যাবে এই রুগ্ন শহরে,
দাঁড়ি টুপির ভন্ডামীর দেশে? সে এক নারী, তার সর্বাঙ্গে শুদ্ধতা জড়ানো
ভোরের মতো কোমল, কথার মাঝে খেলা করে অমলিন বিভা,
তাকে দেখলেই মনে পড়ে পাল্টানো কালের কবিতা যা ছিপছিপে ঋজু
অথচ আধুনিকতায় হার মানায় আজ ও আগামীকে, তেমনই তার ভাষার বি্লপ্ললব,-
সে এক নারী, আধুনিক-স্মার্ট তথাপি শালীন, তাকে গ্রহণ করবে স্বমর্যাদায়, কোথায় পাওয়া যাবে তেমন পুরুষ, কুলীন! তার নৈঃসঙ্গ্য গাথায় থাকে নিয়ন্ত্রিত বিষণ্নতা
সেই মেদুরতায় পথ হারায় পোড়ামাটি, ধূলি, এমন কি হেমন্তের উড়ন্ত উদাসী পাতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।